শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘আর্কটারাস’ ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রে

সোমবার, এপ্রিল ১৭, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: বেশ কয়েক সপ্তাহ ধরে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। এ ব্যাপক বৃদ্ধির মূলে রয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্সবিবি.১.১৬, যা ‘আর্কটারাস’ নামে পরিচিত। ভারতের পর এবার যুক্তরাষ্ট্রেও করোনার এ নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে।

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) জানিয়েছে, ওমিক্রনের নতুন স্ট্রেন এক্সবিবি.১.১৬ ভারতের পর যুক্তরোষ্ট্রেও সংক্রমণের হার বাড়াচ্ছে।

শুক্রবার (১৪ এপ্রিল) প্রকাশিত সিডিএসের সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, ‘এ সপ্তাহে মোট করোনা আক্রান্তের সাত শতাংশই ওমিক্রনের নতুন ধরন এক্সবিবি.১.১৬-এ আক্রান্ত।’

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ‘যুক্তরাষ্ট্রে বেশিরভাগ করোনা রোগী এক্সবিবি ভেরিয়েন্টে আক্রান্ত, যা মোট আক্রান্তের তিন-চতুর্থাংশেরও বেশি। তবে, সম্প্রতি এক্সবিবি ভেরিয়েন্টের মাত্রা কমছে।’

এ দিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনার এক্সবিবি.১.১৬ ভ্যারিয়েন্টে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত কয়েক মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও পূর্ব তিমুরে প্রায় ৫০০ শতাংশ সংক্রমণ বেড়েছে।

প্রতিবেদনে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলেও সংক্রমণের হার ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে। দেশগুলোতে ১০০ শতাংশের বেশি সংক্রমণ বেড়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন প্রতিবেদন অনুযায়ী, মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহে করোনা সংক্রমণ দিগুণ বেড়েছে। এছাড়া, এখন পর্যন্ত ২৯টি দেশে নতুন ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে।