শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

কর্মস্থলে না ফেরা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে

মঙ্গলবার, অক্টোবর ১, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পুলিশের যেসব সদস্য এখনো কর্মস্থলে যোগ দেয়নি, তাদেরকে আইনের আওতায় আনা হবে। যারা এখনো কাজে যোগ দেয়নি, তাদের আমরা পুলিশ বলব না। তাদের ক্রিমিনাল বলব।’

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, ‘আমরা আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। দুয়েক দিনের মধ্যে আপনারা সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন।’

‘গোটা দেশের আইনশৃঙ্খলা খুব ভাল বলা যাবে না, তবে সন্তোষজনক। আরো ভালে কী করে করা যায়, সে চেষ্টা থাকবে।’ যোগ করেন তিনি।

দাগি সন্ত্রাসীরা যেনে মুক্তি না পায় সে ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির উন্নতি হচ্ছে।’

মাদকের অপব্যবহার ও মাদক চোরাচালান রোধে সরকার কঠোর হবে হবে বলেও জানান তিনি। বলেন, ‘মাদকের গডফাদারদের ধরা হবে। তা না হলে মাদক নির্মূল হবে না।’

আসন্ন দুর্গাপূজাও শান্তিপূর্ণভাবে হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ‘দুর্গাপূজা অতীতের যে কোনে সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে। এ জন্য যতে ধরনের উদ্যোগ প্রয়োজন, তা নেয়া হবে।’