কলোরাডো: বাংলা নববর্ষ উপলক্ষে বাঙালির প্রাণের উৎসব উৎযাপন করেছে বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কলোরাডো স্টেট ইউনিভার্সিটি (বিএসএ-সিএসইউ)।
শনিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গ্রেটার ফোর্ট কলিন্সে বসবাসরত বাঙালিরা অংশ নেন।
অনুষ্ঠানটি কলোরাডো স্টেট ইউনিভার্সিটির ইউনিভার্সিটি ভিলেজ সেন্টারে দুপুর ১২টায় শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এরপর, নব গঠিত বিএসএ-সিএসইউ কমিটির পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, গান এবং মিউজিক্যাল চেয়ারসহ খেলাধুলায় অংশ নেন সবাই।
মধ্যাহ্নভোজে ছিলো বাংলাদেশের রকমারি ভর্তা, মাছ, তরকারি, জিলাপি, পায়েস সহ পছন্দের খাবার। বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে অংশ নেন শিশুরা, কিশোররা ও প্রাপ্তবয়স্করা।
বিএসএ সিএসইউর সহ সভাপতি আব্দুল্লাহ আল ফাত্তাহ তুষার এবং সাধারণ সম্পাদক রাকিবুল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি ফাহিম হাসান। এছাড়া, বিএসএ সিএসইউ উপদেষ্টা মো. সাফায়েত আরেফিন, এসএম জামিল উদ্দিন, মিফতাহ আহমেদ, জুবায়ের চৌধুরী, ইয়াসমিন আক্তার টুকুন, ময়ূখ রয়, তায়িব আহমেদ, আজমল হোসেইন, ফারজানা খান উপস্থিত ছিলেন।