রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

কারাগারে এসকে খোদা তোতন; চট্টগ্রাম নগর বিএনপির নিন্দা

মঙ্গলবার, জানুয়ারী ১৭, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এসকে খোদা তোতনকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানসহ চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

বিবৃতিতে নেতারা বলেন, ‘দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে ক্রমান্বয়ে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সব ক্ষেত্রে ব্যর্থ, জনগণের ম্যান্ডেড বিহীন এ সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গণগ্রেফতার চালিয়ে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবে না। সম্পূর্ণ জোর জবরদস্তি করে রাষ্ট্রক্ষমতা দখলকারী সরকার মানুষের ভোটের অধিকারকে ধুলিস্যাত ও গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের মাধ্যমে পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে।’

তারা আরো বলেন, ‘বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা কর্মীদেরকে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় এসকে খোদা তোতনকে কারাগারে পাঠানো বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের অপকর্মগুলোরই ধারাবাহিকতা। সরকারের সব হামলা, মামলা, নির্যাতনকে উপেক্ষা করে এ দেশের গণতন্ত্রকামী জনগণ অচিরেই রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলে ফ্যাসীবাদী সরকারের পতন ঘটাবে।’

নেতারা দ্রুত এসকে খোদা তোতনসহ কারাগারে বন্দী সবার নিঃশর্ত মুক্তি দা‌বি জানান।

উল্লেখ্য, রোববার (১৫ জানুয়ারি) দুপুরে এসকে খোদা তোতনকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত খুলশী থানা মামলায় উচ্চ আদালতে জামিন থাকা সত্বেও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।