শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

কিসিঞ্জারের মৃত্যুর ২৪ ঘণ্টা পর শোক প্রকাশ বাইডেনের

শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ‘কার্যকর কূটনীতি, কার্যকর আমেরিকান কূটনীতির সমার্থক কিসিঞ্জার’। দেড় যুগ পূর্বে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্র মন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, সেই ‘কার্যকর আমেরিকান কূটনীতির প্রতিশব্দ’ কিসিঞ্জারের মৃত্যুতে বাইডেন অনেকটা ভিন্ন আচরণ করেছেন। খবর রয়টার্সের।

বুধবার (২৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে নিজ বাড়িতে মারা যান বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে আখ্যা দেয়া দেশটির সাবেক পররাষ্ট্র মন্ত্রী হেনরি কিসিঞ্জার। তার মৃত্যু নিয়ে বিবৃতি দিতে প্রায় ২৪ ঘণ্টা সময় নিয়েছে হোয়াইট হাউস।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিবৃতিতে কিসিঞ্জারের সাথে প্রথম দেখা হওয়ার স্মৃতিচারণা করেছেন বাইডেন।

তিনি বলেন, ‘কিসিঞ্জার পররাষ্ট্র মন্ত্রী থাকার সময় তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। তখন আমি ডেলওয়্যার থেকে নির্বাচিত তরুণ একজন সিনেটর ছিলাম। কর্মজীবনে আমাদের অনেক ব্যাপারে দ্বিমত ছিল। তবে, প্রথম সাক্ষাৎ থেকেই তার প্রখর বুদ্ধিমত্তা আর কুশলী দৃষ্টিভঙ্গি নজর কেড়েছিল।’

বিবৃতিতে বাইডেন বলেন, ‘সরকারি পদ ছাড়ার পরও কিসিঞ্জার নানা সময় বিভিন্ন ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রশাসনে গুরুত্বপূর্ণ নীতি নিয়ে সরব হয়েছেন, কাজ করেছেন। কয়েক প্রজন্ম ধরে তিনি তার চিন্তাভাবনা ও দর্শনের কথা জানিয়েছেন।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো বলেন, ‘জিল (যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি) ও আমার পক্ষ থেকে হেনরি কিসিঞ্জারের স্ত্রী ন্যান্সি, তার সন্তান ডেভিড ও এলিজাবেথ, তার নাতি-নাতনি ও যারা তাকে ভালবাসতেন- সবার প্রতি সমবেদনা।’