রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

কুইন্সে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন বাংলাদেশের বনভোজন অনুষ্ঠিত

বৃহস্পতিবার, আগস্ট ১, ২০২৪

প্রিন্ট করুন

কুইন্স, নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ইন্কের (আটাব) বার্ষিক বনভোজন রোববার (২৮ জুলাই) নিউইয়র্ক সিটির কুইন্সের এস্টোরিয়া পার্কে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বনভোজনে নিউইয়র্কের বাংলাদেশি ট্রাভেল ব্যবসায়ী ও তাদের পরিবার পরিজনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

পুরো দিন গল্প আর আড্ডা ছাড়াও ছিল খেলাধুলার বিভিন্ন ইভেন্ট। বনভোজন কমিটির অতিথি, বন্ধু, প্রিয়জন ছাড়াও স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন এতে। সবার অংশগ্রহণে আটাবের বনভোজন মিলনমেলায় পরিণত হয়।

সংগঠনের সভাপতি মো. সেলিম হারুন ও সাধারণ সম্পাদক মাসুদ মোরশেদ ও বনভোজন আয়োজন কমিটির আহ্বায়ক এমকে রহমান মাহমুদ ও সদস্য সচিব সামসুদ্দিন বশির, সহযোগী আহ্বায়ক মো. আবুল কালাম আজাদের সার্বিক সহযোগিতায় বনভোজনের আনন্দে মেতে উঠে উপস্থিত সকলে।

বনভোজনে উপস্থিত ছিলেন সংগঠনিক সম্পাদক এএসএম উদ্দিন, মো. কে রহমান, এমডি শামশুদ্দিন বশির, মো. আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, মো. ফরহাদ উদ্দিন, মো. কে জামান রঞ্জু, রূপক বড়ুয়া, বাংলা ট্রাভেল্সের স্বত্বাধিকারী বেলায়েত হোসেন বেলাল, সাফওয়ান ট্রাভেলের স্বত্বাধিকারী মো. আবদুল খালেক, নাজমা ট্রাভেলের স্বত্বাধিকারী রোকেয়া বেগম, ফ্লাই এইচটি ট্রাভেলের স্বত্বাধিকারী তাহমিনা বেগম, পিস ট্রাভেলের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান, ট্রিপওয়ে ট্রাভেলের স্বত্বাধিকারী জাকির হোসেন বাচ্চু, জেট ট্রাভেলের স্বত্বাধিকারী মো. মাসুদ তপন, সংগঠনের উপদেষ্টা মো. এম রহমান ও আলী আহমেদ চৌধুরী।

বনভোজনের প্রধান আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার ছিল এয়ার ইন্ডিয়া এয়ারলাইসেন্সের সৌজন্যে নিউইয়র্ক ঢাকা নিউইয়র্ক রিটার্ন একসঙ্গে দুইটা টিকেট।