সোমবার, ১৯ মে ২০২৫

শিরোনাম

কুকুরছানার প্রাণ বাঁচিয়ে আলোচনায় পোষা বিড়াল

রবিবার, জানুয়ারী ৭, ২০২৪

প্রিন্ট করুন

এডমন্ড, নর্থ ডাকোটা, যুক্তরাষ্ট্র: কুকুর-বিড়ালের সম্পর্ক সাপে-নেউলের মত না হলেও মধুরও নয়। কিন্তু কুকুরছানার প্রাণ বাঁচিয়ে বেশ আলোচিত হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি পোষা বিড়াল। শুনতে অবাক লাগলেও যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার এডমন্ডে সম্প্রতি এ ধরনের ঘটনা ঘটেছে। বাড়ির বাইরের দিকে থাকা নজরদার ক্যামেরায় ধরা পড়েছে বিড়ালের কুকুরছানা উদ্ধারের বিরল দৃশ্য। খবর এনডিটিভির।

নজরদার ক্যামেরার ভিডিওটি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, বাড়ির বাইরে থাকা একটি হাভানিজ জাতের কুকুরছানা ঘুরে বেড়াচ্ছিল। ছানাটির নাম ওকলি। ওকলিকে হঠাৎ আক্রমণ করে দুটি কোয়োটি (নেকড়েবিশেষ)। বাড়ির কুকুরছানাকে আক্রমণের ব্যাপারটি টের পেয়ে বীরদর্পে এগিয়ে আসে পারিবারিক বিড়াল বিংক্স। তেড়ে এসে ওকলিকে প্রাণে বাঁচায় বিংক্স।

বাড়ির মালিক লেন ডায়ার বলেন, ‘আমি ওকলিকে কিছুক্ষণের জন্য বাইরে ছেড়েছিলাম ঘোরাফেরার জন্য। হঠাৎ ওর আর্তচিৎকার শুনতে পাই। শুনে বাইরে এসে দেখি আমাদের বিংক্স ওকলিকে বাঁচিয়েছে। কোয়োটির আঘাতে ওকলির বুকের অনেকটা কেটে গেছে। এতে তার প্রচুর রক্তপাত হয়েছে। আমি কখনই আশা করিনি যে, বিড়াল একটা কুকুরছানাকে এভাবে বাঁচাতে আসবে।’

ওকলি ও বিংক্সের গল্পটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সাহসিকতার জন্য নেটিজেনদের থেকে কাছ থেকে প্রশংসা পাচ্ছে বিংক্স।