ঢাকা: মার্কিন রাষ্ট্রদূতের সমালোচনা করে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামে বলেছেন, যেখানে-সেখানে তার যাওয়া x মন্তব্য করা কূটনৈতিক শিষ্টাচারে পড়ে না। তিনি কূটনৈতিক শিষ্টাচার বিবর্জিত কাজ করেছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। সরকার বিরোধিতার নামে একটি গোষ্ঠী রাষ্ট্রের বিরোধিতা করছে। এটা সহ্য করা হবে না।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বার বার ইতিহাস বিকৃতির চেষ্টা করেছিল। মুক্তিযুদ্ধের মূল্যবোধকে নষ্টের চেষ্টা করেছে তারা।’
শিশুদের প্রতি বই পড়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘ দিন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিশুদের সামনে তুলে ধরা হয় নি। শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সংস্কৃতি চর্চা করতে হবে। সাহিত্য-সংস্কৃতি চর্চার মাধ্যমেই সন্তানরা সঠিক পথে চলতে পারবে।’
প্রসঙ্গত, বুধবার (১৪ ডিসেম্বর) মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস মানবাধিকারের দোহাই দিয়ে যেভাবে একটি বিশেষ রাজনৈতিক পক্ষের স্বার্থ-সিদ্ধির সহায়ক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তা উদ্বেগজনক। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বুদ্ধিজীবীরাও।