ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র: বিএনপি ক্যালিফোর্নিয়া শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কর্মি সভা শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নর্থ হলিউডের চার্চ অব সাইন্টোলজির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের প্রধান অতিথি বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন সকলের সমর্থন নিয়ে বদরুল আলম চৌধুরী শিপলুকে সভাপতি এবং এম ওয়াহিদ রহমানকে সাধারণ সম্পদক পদে পুনঃনির্বাচিত ঘোষণা করেন। তিনি বেশ কিছু দিন ধরেই ক্যালিফোর্নিয়া বিএনপির কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া নিয়ে লন্ডন থেকে ভার্চুয়ালি কাজ করছিলেন। ২০২৩ সালে ক্যালিফোর্নিয়া বিএনপির নেতা-কর্মীদের সাথে এ বিষয়ে দুটি ভার্চুয়াল সভা হয়। ২০২৪ সালের ২৮ ডিসেম্বরের ভার্চুয়াল সভা শেষে নেতা-কর্মীদের কাছ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে গেল ৪ জানুয়ারি মধ্যে প্রার্থিতার আবেদন আহ্বান করেন। গেল ৫ জানুয়ারি ভার্চুয়াল সভায় তিনি জানান, শুধু বদরুল আলম চৌধুরী শিপলু সভাপতি ও এম ওয়াহিদ রহমান সাধারণ সম্পদক পদে প্রার্থিতা দিয়েছেন।
সম্মেলনে আনোয়ার হোসেন খোকন বলেন, ‘বিএনপির দীর্ঘ আন্দোলনের ইতিহাস রয়েছে। গত ১৬ বছরের আন্দোলনে যারা অবদান রেখেছেন, কমিটি গঠনে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।’
তিনি দলের নেতা-কর্মীদের আগামী দিনে দল ও দেশের কল্যাণে অবদান রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে বলেন।
আনোয়ার হোসেন নেতা-কর্মীদের প্রবাসী কমিউনিটিতে ৩১ দফা নিয়ে কাজ করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা সুচারুরূপে বাস্তবায়নের আহ্বান জানান।
বদরুল আলম চৌধুরী শিপলু আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সকলের সহযোগিতায় ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
এম ওয়াহিদ রহমান বিদেশ থেকে রেমিট্যান্স পাঠিয়ে ইনসেনটিভ বাড়িয়ে প্রবাসীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিতে আহ্বান জানান।
সাবেক সাধারণ সম্পদক নিয়াজ মুহাইমেন বলেন, ‘ক্যালিফোর্নিয়া বিএনপি যেমন গেল বছর জুলাই মাসে ছাত্রদের সামনে রেখে আন্দোলন করেছে, একইভাবে ক্যালিফোর্নিয়া বিএনপি ২০০৭ সাল থেকে ধারাবাহিকভাবে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি দিয়েছে এবং উপস্থিত নেতা-কর্মীদের নিয়ে তা বাস্তবায়ন করেছে।
সম্মেলনে বক্তব্য দেন সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আব্দুল বাসিত, শামসুজ্জোহা বাবলু, সাবেক সাধারণ সম্পাদক ডাবলু আমিন, সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান শাহীন, সহ সভাপতি সাইফুল আনসারী চপল, আফজাল শিকদার, মাহতাব আহমেদ, শওকত হোসেন আনজিন, শাহাদাত হোসেন শাহীন, আব্দুর রহিম, হাসনাত খন্দকার, যুগ্ম সম্পাদক ফারুক হাওলাদার, সৈয়দ নাসিরুদ্দিন জেবুল, মোয়াজ্জেম আহমেদ রাসেল, লায়েক আহমেদ, বদরুল আলম মাসুদ, মহিলা সম্পাদিকা শামসুন খান লাকী, আরিফুজ্জামান আরিফ, ওমর ফারুক মাসুম, বাবর মহিউদ্দিন, ওমর ফারুক টিটু, সার্জিন বিন ইউসুফ, সরোয়ার খান বাবলু, এফ মোহন জন, সেলিমা মন্টি, সেলিমা আলী।
অনুষ্ঠানের কোরআন থেকে তেলাওয়াত করেন দলের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন। এরপর আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও বিএনপির দলীয় সঙ্গীত বাজানো হয়। বিগত চার বছরের সাংগঠনিক কর্মকান্ডের ছবি প্রদর্শন করা হয়।
আবু সুফিয়ানের পরিবেশনায় ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ ও পর্যায় নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন।