সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ক্যালিফোর্নিয়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে ১৫ জন আহত

বৃহস্পতিবার, জুন ২৯, ২০২৩

প্রিন্ট করুন

লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আমট্রাক ট্রেন লাইনচ্যুত হয়ে ১৫ জন আহত হয়েছেন। একটি পানিবাহী ট্রাকের সাথে সংঘর্ষের ফলে ট্রেনটি আংশিক লাইনচ্যুত হয়। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

ট্রেনটি লস অ্যাঞ্জেলস থেকে সিয়াটলের দিকে যাচ্ছিল। লস অ্যাঞ্জেলস থেকে ৮০ কিলোমিটার দূরে মোরপার্কের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটিতে ২০০জন যাত্রী ছিল। তবে, লাইনচ্যুত হয়ে ট্রাকের ড্রাইভারসহ ১৫জন আহত হয়। ঘটনার পর ট্রাকের ড্রাইভারকে ট্রমা সেন্টারে ও ১৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমট্রাক কর্তৃপক্ষ জানিয়েছে, যদি ট্রেনটি লাইন থেকে পড়ে যেত তাহলে ঘটনা আরো খারাপ হতে পারত।

এক বিবৃতিতে আমট্রাক জানিয়েছে, ট্রেনের সব যাত্রীসহ ১৩ জন সদস্যকে উদ্ধার করা হয়েছে। আঞ্চলিক আইনপ্রয়োগকারী সংস্থার সাথে ঘটনাটি খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে আমট্রাক।

এ ব্যাপারে ভেনচুরা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের অ্যান্ডি ভেন্সিভার বলেন, ‘আমরা ভাগ্যবান ট্রেনটি আংশিক লাইনচ্যুত হয়েছে। এর কারণেই আহতের সংখ্যা কম হয়েছে।’