ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের চাঙ্গা করতে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) তার প্রাইম টাইম ভাষণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ‘চরমপন্থী’ সমর্থকদের কড়া সমালোচনা করে তাদেরকে আমেরিকান গণতন্ত্রের শত্রু হিসেবে বর্ণনা করেছেন।
মার্কিন গণতন্ত্রের সূতিকাগার ফিলাডেলফিয়ায় দেয়া ভাষণে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (এমএজিএ) মতাদর্শকে আলিঙ্গনকারী রিপাবলিকানদের উপর কড়া আক্রমণ করেন ও তাদের মোকাবেলায় তার নিজের সমর্থকদের প্রতি আহবান জানান।
ফিলাডেলফিয়ায় যেখানে স্বাধীনতার ঘোষণাপত্র ও দুই শতাব্দীরও বেশি আগে মার্কিন সংবিধান গৃহীত হয়েছিল, সেই স্থানটির কাছেই বাইডেন জোরালো কন্ঠে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প এবং এমএজিএ রিপাবলিকানরা এমন একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করে; যা আমাদের প্রজাতন্ত্রের ভিত্তিকে হুমকির সম্মুখীন করে।’
তিনি আরো বলেন, ‘তারা ক্ষোভকে আলিঙ্গন করে। তারা বিশৃঙ্খলার বিস্তার ঘটায়। তারা সত্যের আলোতে নয় বরং মিথ্যার ছায়ায় বসবাস করে।’
গত বছরে পরাজয় মেনে নিতে অস্বীকার করা কট্টর ট্রাম্প সমর্থকদের দ্বারা ইউএস ক্যাপিটলে হামলার প্রসঙ্গে ৭৯ বছর বয়স্ক বাইডেন বলেন, ‘আমেরিকাতে রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই।’
কট্টর রক্ষণশীলদের দ্বারা গর্ভপাতের অধিকারের উপর দেশব্যাপী আক্রমণ ও গর্ভনিরোধ থেকে সমকামী বিবাহসহ অন্যান্য স্বাধীনতার ব্যাপারে ভয় দেখানোর কথা উল্লেখ করে মার্কিন নেতা অভিযোগ করেছেন যে ‘এমএজিএ’ বাহিনী ‘এ দেশটিকে পিছনে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।’
নভেম্বরে কংগ্রেসের ভারসাম্য নিয়ন্ত্রণে বাইডেন সরাসরি মূলধারার রিপাবলিকানদের কাছে ডেমোক্রাটদের সাথে যোগ দেওয়ার ও ট্রাম্পের রাজনীতির ব্র্যান্ডকে প্রত্যাখ্যান করার আহবান জানান।
তিনি এটি আগের চেয়ে আরো স্পষ্ট করে দিয়েছেন যে, ডেমোক্রাটরা ট্রাম্পের উপর মধ্যবর্তী নির্বাচনকে একটি গণভোট করতে চেয়েছিলেন, এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রিপাবলিকান পার্টি সাবেক প্রেসিডেন্ট ও তার এমএজিএ এজেন্ডা দ্বারা সম্পূর্ণ ‘আধিপত্যশীল, চালিত ও ভীতিকর ‘এবং এটি এ দেশের জন্য একটি হুমকি’।
তিনি জোর দিয়ে বলেন যে, ‘আমেরিকান গণতন্ত্রকে রক্ষা করতে হবে।’