শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

গাজায় মানবিক কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে জাতিসংঘ

মঙ্গলবার, আগস্ট ২৭, ২০২৪

প্রিন্ট করুন

গাজা, ফিলিস্তিনী অঞ্চল: ইসরায়েল কর্তৃক দেইর আল বালাহ এলাকায় লোকজনকে সরিয়ে নেয়ার নতুন নির্দেশ জারির কারণে জাতিসংঘ গাজায় তার মানবিক কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আজ আমরা কার্যক্রম চালাচ্ছি না। আজকের এ সকালে গাজায় আমাদের কার্যক্রম চলছে না।’

ওই কর্মকর্তা আরো বলেছেন, ‘গাজায় জাতিসংঘের মানবিক কার্যক্রমে কখনো দেরি হয়েছে কিংবা বিরতি নেয়া হয়েছে।’

জাতিসংঘের ওই কর্মকর্তা বলেন, ‘কিন্তু, এখন, আমরা বলছি না যে কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাস্তবিক, আমরা কার্যক্রম চালাতে পারছি না।’