শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

গাজায় মানবিক সহায়তার আহ্বান যুক্তরাষ্ট্রের

বুধবার, অক্টোবর ১৬, ২০২৪

প্রিন্ট করুন

তেল আবিব, ইসলাইল: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়ে ইসরাইলকে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চিঠি তারা আন্তরিকতার সাথে পর্যালোচনা করবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ইসরাইলের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি-কে এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পাঠানো চিঠি ইসরাইল অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে। চিঠিতে যে বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, ইসরাইলও সেই বিষয়গুলোর সমাধান চায়।’

এ দিকে বিবিসি জানিয়েছে, দুই দিন পূর্বে চিঠিটি ইসরাইলে পাঠানো হয়েছে। চিঠিতে সই করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

চিঠিতে গাজার ‘ক্রমাবনতিশীল মানবিক পরিস্থিতির’ বিষয়ে যুক্তরাষ্ট্র ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। শিগগিরই গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠানো নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দিলে ইসরাইলকে আর সামরিক সহায়তা দেয়া হবে না।

চিঠিতে এ ব্যাপারে জরুরি সদ্ধান্ত নিতে ইসরাইলকে এক মাসের ‘আল্টিমেটাম’ দেয়া হয়েছে ।

চিঠিতে বলা হয়েছে, ‘ইসরাইলকে এখন থেকে এবং ৩০ দিনের মধ্যে সাহায্য সরবরাহ বাড়ানোর জন্য ধারাবাহিক পদক্ষেপের ওপর কাজ করতে হবে। এতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন হতে পারে।’

ওই চিঠির অর্থ হল মানবিক সহায়তা সরবরাহে বাধা দেয়- এমন দেশগুলোতে সামরিক সহায়তা নিষিদ্ধ করতে পারে যুক্তরাষ্ট্র।