শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় প্রাণ গেল ৩০ ফিলিস্তিনির

সোমবার, অক্টোবর ২৩, ২০২৩

প্রিন্ট করুন

গাজা, ফিলিস্তিন: ফিলিস্তিনের গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। হামলায় গুঁড়িয়ে দেয়া একটা আবাসিক ভবন থেকে ৩০ জনের লাশ উদ্ধার করা হয়। তাদের বেশির ভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন। খবর আলজাজিরার।

রোববার (২২ অক্টোবর) রাতের এ হামলায় আরো ২৭ জন আহত হয়েছে। হাসপাতালগুলো বলছে, ‘পর্যাপ্ত সরঞ্জামের অভাবে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন তারা।’

জাবালিয়া শরণার্থী শিবির গাজা উপত্যকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। এখানে প্রায় এক লাখ ২০ হাজার মানুষের বসবাস। এখানে জাতিসংঘ পরিচালিত তিনটি স্কুল রয়েছে। স্কুলগুলোকে আশ্রয় নিয়েছেন হাজারো ফিলিস্তিনি।

এ ছাড়া, দক্ষিণ গাজার রাফাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৪ জনের প্রাণ গেছে। ফিলিস্তিনের হাসপাতাল সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর রোববার (২২ অক্টোবর) রাতকে সবচেয়ে রক্তক্ষয়ী বলে মনে করা হচ্ছে। শুধু রোববারই (২২ অক্টোবর) ইসরায়েলের হামলায় গাজায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাস যোদ্ধারা গেল ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালায়। এতে সেনাসহ এক হাজার ৪০০ ইসরায়েলির মৃত্যু হয়েছে। বন্দী করা হয় সেনাসহ দুই শতাধিক ইসরায়েলিকে। এরপর থেকে গাজায় নির্বিচারে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত প্রায় চার হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।