ঢাকা: ঢাকার গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে নারী ও শিশুসহ দগ্ধ আট রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে। তাই, কেউ এখনো শঙ্কামুক্ত নন।
দগ্ধরা হলেন আশিক মোহাম্মদ খান (৩০), ডাক্তার কৌশিক বিশ্বাস (৩২), মাসুদ আলম (২২), মাসুদ রানা (৩১), ডেইজি আক্তার রত্না (৪০), রিহান (৬), মোহাম্মদ ইকবাল হোসেন (৪৮) ও দিহান (১১ )।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জাারী ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামন্ত লালসেন সাংবাদিকদের জানিয়েছেন, দগ্ধদের বার্ণের পরিমাণ কম হলেও তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় রোগীদের শঙ্কামুক্ত বলা যাবে না।’
তিনি আরো বলেন, ‘বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্নের এইচডিইউতে রাখা হয়েছে।’
উল্লেখ্য, ঢাকার গোপালবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে চারজন নিহত ও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত নয়টা পাঁচ মিনিটে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে রাত দশটা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।