বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

শিরোনাম

‘গ্রেসফর অল’ ফাউন্ডেশনের উদ্যোগে অভিবাসী নারীর ক্ষমতায়ন নিয়ে নিউইয়র্কে সেমিনার

সোমবার, মে ২২, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: ‘গ্রেসফর অল’ ফাউন্ডেশনের উদ্যোগে ‘অভিবাসী নারীর ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম আলো নর্থ আমেরিকার কার্যালয়ে শনিবার (১৩ মে) বিকালে অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা দিমা নেফারতিতির সঞ্চালনায় এতে উঠে আসে অভিবাসী নারীর ক্ষমতায়নের নানা দিক।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন সাহিত্যিক ও সাংবাদিক নাজমুন নেসা পিয়ারী। তিনি শোনালেন, কয়েক দশক আগে শুরু করা জার্মানে তার প্রবাস জীবনের সফল যাত্রার গল্প। সেই সাথে তিনি তার আলাপে অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে দিলেন বিশ্বব্যাপী প্রতিটি সফল অভিবাসী নারীর জন্য, যারা প্রবাসের প্রতিকূল আবহাওয়া এবং ভিনভাষী পরিবেশেও মেধা ও যোগ্যতা দিয়ে পায়ের তলায় মাটি করে নিয়েছে ও ভবিষ্যতেও নেবে।

কবি ও লেখক শেলী জামান বর্ণনা করেন, তার দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা। ছোট ছোট সন্তানদের নিয়ে আশির দশকে নতুন দেশকে আবিস্কার করা অভিবাসী জীবনের গল্প। তিনি জানান, তিনি কৃতজ্ঞ এ দেশের প্রতি। দুই হাতে সফলতা পান অভিবাসী এ নারী।

টিভি ব্যক্তিত্ব দিমা নেফারতিতি প্রবাসে তার টিভি সাংবাদিকতার বর্ণিল অভিজ্ঞতার গল্প বললেন। ভিন্ন ভিন্ন কৃষ্টি ও সংস্কৃতির আদান প্রদানের চমকপ্রদ কিছু গল্প শোনান তিনি।

কবি শিমু আফরোজা শোনান, তার অভিবাসী জীবনের বাস্তব কিছু গল্প।

সংস্কৃতিসেবী রওশন জাহান জানালেন, প্রবাসের যাপিত জীবনের প্রতিকূলতার কিছু অভিজ্ঞতা।

সুলতানা ফিরদৌসী তার কথায় উল্লেখ করেন, এশিয়ার নারী শ্রমিকদের কথা; যারা বিভিন্ন দেশে অভিবাসী হিসাবে কাজ করছে। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন। দুঃখজনক হলেও সত্যি, নারী অভিবাসী শ্রমিকরা সবচেয়ে ঝুঁকি নিয়ে অভিবাসী জীবনযাপন করছে। তাদের অধিকারগুলো সঠিক বাস্তবায়ন করা দরকার।

সেমিনারে উপস্থিত সবাই মিলে উপভোগ করেন ঘরে বানানো দেশীয় ঐতিহ্যের নানা রকম মুখরোচক খাবার।

বলে রাখা ভাল, অভিবাসী সমাজকে অনুপ্রাণিত করা, নারীর ক্ষমতায়ন, তরুণ প্রজন্মের জন্য শেকড় সংস্কৃতির চর্চা, অর্থনৈতিক মুক্তি অর্জন ও পিছিয়ে পরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ শুরু করেছে গ্রেস ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি বিশ্বাস করে, সমমনা আলোকিত মানুষদের সম্মিলিত প্রয়াস অভিবাসী সমাজের অনেক অসম্ভবকেই সম্ভব করতে পারে।