রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

গ্রোসারি পিকআপ সুবিধা চালু ফুডপ্যান্ডার

মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: স্টোর থেকেই গ্রাহকদের জন্য সরাসরি গ্রোসারি পিকআপ করার সুবিধা চালু করেছে ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। সোমবার (১৭ জুলাই) থেকে এ সুবিধা চালু হয়েছে। এখন শুধুমাত্র গুলশান-২ এ অবস্থিত ফুডপ্যান্ডার নিজস্ব গ্রোসারি ডার্কস্টোর প্যান্ডামার্ট থেকে গ্রাহকরা গ্রোসারি পিকআপ করার সুযোগ পাচ্ছেন। এ সুবিধা ব্যবহারের জন্য গ্রাহককে ডেলিভারি চার্জ দিতে হবে না।

এর আগে রেস্তোরাঁ থেকেও সরাসরি খাবার নেয়ার জন্য পিকআপ সুবিধা চালু করেছিল ফুডপ্যান্ডা। এরই ধারাবাহিকতায় এবার গ্রাহকদের সুবিধার্থে প্যান্ডামার্ট ডার্কস্টোর থেকে গ্রোসারি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্যও পিকআপ সুবিধা আনল প্রতিষ্ঠানটি। এর ফলে গ্রাহকরা ফুডপ্যান্ডার মাধ্যমে অনলাইন ও অফলাইনে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।

শহরের ব্যস্ত গ্রাহকদের জন্য পিকআপ সুবিধাটি আকর্ষণীয় হতে পারে। এ সুবিধার ফলে গ্রাহকরা প্যান্ডামার্ট ডার্কস্টোর থেকে তার অর্ডার করা গ্রোসারি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পিকআপ করতে পারবেন। সহজেই গ্রোসারি ও নিত্য প্রয়োজনীয় পিকআপ করতে পারায় গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা আরো উন্নত হবে।

ফুডপ্যান্ডা বাংলাদেশের ডিমার্টের ডিরেক্টর মোহাম্মদ তাবরেজ খান বলেন, ‘গ্রাহকদের সুবিধাজনক উপায়ে গুণগত মান নিশ্চিত করে তাদের কেনাকাটার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে আমরা নিবেদিতভাবে কাজ করছি। এখন পিকআপ সুবিধাটি গ্রাহকের জন্য সশরীরে গিয়ে পণ্য কেনার পরিপূরক উপায় হতে পারে। এর ফলে, গ্রাহকদের অর্ডার নেয়ার ক্ষেত্রে যেমন ডেলিভারি চার্জ দিতে হবে না, তেমনি পিকআপের জন্য তারা বিশেষ ধরনের ছাড়ও পাবেন। পাশাপাশি গ্রাহকদের জীবনযাপন ও পছন্দের সাথে সামঞ্জস্য রেখে কেনাকাটার জন্য পিকআপ একটি বিকল্প উপায় হতে পারে। বাংলাদেশের গ্রাহকদের গ্রোসারি ও নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটার অভিজ্ঞতাকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারায় আমরা উচ্ছ্বসিত।’

ফুডপ্যান্ডার গ্রোসারি পিকআপ সুবিধাটি এখন হংকং, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে চালু রয়েছে। এছাড়া, খুব শিগগিরই পাকিস্তানেও সুবিধাটি চালু হবে।