মিশিগান: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) সংগঠনের মেডিসন হাইটস কার্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বাংলাদেশ থেকে আসা নাসা হিউম্যান এক্সপ্লুরেশন রোভার চ্যালেঞ্জ (হার্ক) দলের সদস্যরা অংশ নেন। এতে ২০২৫ নাসা হার্ক প্রোগ্রামে অংশগ্রহণকারী বাংলাদেশি দল ড্রিমস অফ বাংলাদেশের প্রতিনিধিরা তাদের প্রস্তুতি ও উদ্ভাবনী রোভার ডিজাইন নিয়ে আলোচনা করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দীপু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লুৎফর রহমান। দলের কোচ মো. মঈন উদ্দীন ও দলনেতা মাহাদীর ইসলামসহ অন্যান্য সদস্যরা নাসা হার্ক চ্যালেঞ্জের লক্ষ্য, রোভার তৈরির প্রযুক্তিগত দিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বের গুরুত্ব নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত ও সমর্থন জানান।
বক্তব্য দেন অলিউর রহমান, লুৎফুল বারী নিয়ন, তাহলিল আজিম চৌধুরী, কাজী এবাদুল ইসলাম, মোহাম্মদ আফতাব, আবুল কালাম আজাদ, আজিজ চৌধুরী মুরাদ ও মিল্টন বড়ুয়া, মো. রেজাউল আমিন, মোতাক্কাবির শাহীন।
সেমিনারে উপস্থিত ছিলেন আমিনুর রশিদ চৌধুরী, সেলিম আহমেদ, ফয়সল চৌধুরী, শাহদাৎ হোসেন, সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, সাবি্বর খান, মাহমুদ রহমান, মিজানুর রহমান, সালাউদ্দিন মুরাদসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।