নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের (চট্টগ্রাম সমিতি ইউএসএ) আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘তাহের-আরিফ’ পরিষদের পরিচিতি সভা নিউইয়র্ক সিটির জ্যামাইকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় চট্টগ্রাম সমিতিকে প্রবাসের একটি আধুনিক সংগঠনে পরিণত করার পাশাপাশি ‘চট্টগ্রাম কনভেনশন সেন্টার’ প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি, কানেকটিকাট রাজ্যে আরো একটি ‘কনভেনশন সেন্টার’ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে পরিষদ।
জ্যামাইকার ‘ইকরা পার্টি সেন্টার’-এ গেল ২৯ সেপ্টেম্বর এ সভার আয়োজন করা হয়। সভায় প্রবাসী চট্টগ্রামবাসীর ঢল নামে। সব বয়েসের চট্টগ্রামবাসীর পদভার আর কোলাহলে অনুষ্ঠানস্থল মিলন মেলায় পরিণত হয়। বিপুল সংখ্যক পুরুষের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক মহিলার উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রহিম সভায় সভাপতিত্ব করেন। কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভা শুরু হয়। স্বাগত বক্তব্য দেন সমিতির প্রাক্তন সহ-সভাপতি তারিকুল হায়দার চৌধুরী। সভা পরিচালনা করেন ‘তাহের-আরিফ’ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কামাল হোসেন মিঠু।
অনুষ্ঠানে ‘তাহের-আরিফ’ পরিষদের সব প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত চট্টগ্রামবাসী করতালির মাধ্যমে ‘তাহের আরিফ’ পরিষদের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।
সভার বক্তব্য দেন সমিতির প্রাক্তন সভাপতি মোহাম্মদ হানিফ, প্রাক্তন সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম ও সারওয়ার জামান, প্রাক্তন সাধারণ সম্পাদক মুনির আহমেদ, রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ আলী, প্রাক্তন নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, সমিতির আজীবন সদস্য খোরশেদ খন্দকার, হাটহাজারী উপজেলার প্রাক্তন চেয়ারম্যান রাশেদুল আলম, ট্রাস্টি বোর্ডের প্রাক্তন সদস্য সৈয়দ রফিক আহমেদ, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক আফতাব মান্নান, আজীবন সদস্য জাহাঙ্গীর আলম, মিরেরশ্বরাই সমিতির প্রাক্তন সভাপতি জিএম ফারুক, সমিতির আজীবন সদস্য আবুল কাশেম প্রকাশ চট্টল কাশেম, চবি এলমনাই এসোসিয়েশনে ইউএসএ’র সভাপতি সোলাইমান, ফজলুল কাদের চৌধুরী, আবদুল হামিদ, নুর মোহাম্মদ, সিরসরাই সমিতি ইউএসএ’র সভাপতি মেজবা আহমেদ, চট্টগ্রাম সমিতির প্রাক্তন সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী, আজীবন সদস্য শওকত হোসেন, আবদুল করিম, মোহাম্মদ ঈসা, অজয় বডুয়া, মুরাদুল আলম, আক্তার হোসেন, কালাম চৌধুরী।
এছাড়া সভায় সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আমিন, মীরসরাই সমিতির উপদেষ্টা আবু তাহের, জাকির হোসেন, আবু তাহের, নুরুল কবির ননা মিয়া, ইলিয়াচ, আরিফ হোসেন আরিফ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ‘তাহের-আরিফ’ প্যানেলের সব প্রার্থীই যোগ্য ও সৎ। কারোর বিরুদ্ধে কোন রকমের দুর্নীতির অভিযোগ নেই। এরা সকলেই সমিতির অতীত কর্মকান্ডে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন। সমিতির দুর্দিনে পাশে ছিলেন, সমিতিকে রাহুর হাত থেকে মুক্ত করার আন্দোলনে অগ্রভাগে ছিলেন। এ প্যানেল নির্বাচিত হলে চট্টগ্রাম সমিতি একটি আধুনিক সংগঠনে পরিণত হবে।’
বক্তারা আরো বলেন, ‘তাহের-আরিফ’ প্যানেল নির্বাচিত হলে গড়ে তোলা হবে ‘চট্টগ্রাম কনভেনশন সেন্টার’। এ সেন্টার প্রবাসী চট্টগ্রামবাসীর তথা নিউইয়র্কবাসীকে সেবা দেবে।’
সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য দেন ‘তাহের-আরিফ’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ সেলিম।