চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির অক্সিজেন অঞ্চলটি নানা কারণে একটি গুরুত্বপূর্ণ এলাকা। অক্সিজেন মোড়টি তিনটি সড়কের সংযোগস্থল। এ সড়কগুলোতে দেশের উল্লেখযোগ্য ও স্বনামধন্য মিল, ফ্যাক্টরি ও গার্মেন্টসসহ বেশ কিছু স্কুল, কলেজ ও মাদ্রাসার অবস্থান।
জনসংখ্যার দিক থেকেও ঘনবসতিপূর্ণ। দুঃখের বিষয় এখানে কোন বিনোদন স্পট/পার্ক- এ রকম কিছু নাই। অথচ খুব সহজেই বিনোদনের জন্য একটি মুক্ত মঞ্চ হতে পারে; যেখানে বিভিন্ন দিবসভিত্তিক অনুষ্ঠান কিংবা সৃজনশীলতা বিকাশের জন্য স্থানীয় যে কোন আয়োজন হতে পারে।
এ অঞ্চলের জনগনের বিনোদন এবং স্থানীয় শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের লক্ষ্যে এখানে একটি মুক্ত মঞ্চ স্থাপন জরুরি। এলাকার সুষ্ঠু পরিবেশ ও শিশু-কিশোরদের মানসিক বিকাশের লক্ষ্যে জরুরি ভিত্তিতে অক্সিজেন এলাকায় মুক্ত মঞ্চ স্থাপন অত্যাবশক। এ দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী বুধবার (১ মার্চ) বিকাল চারটায় অক্সিজেন মোড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। অক্সিজেন এলাকার সচেতন ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মানববন্ধনে সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতি কর্মী সোলেমান মেহেদী।