বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

শিরোনাম

‘চট্টগ্রাম-০৭০৯’ এর চতুর্থ বর্ষ পূর্তি উদযাপন

রবিবার, আগস্ট ২০, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ বাংলাদেশে পাশ করা শিক্ষার্থীদের গ্রুপ ‘চট্টগ্রাম-০৭০৯’ এর চতুর্থ বর্ষ পূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপন অনুষ্ঠান শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম সিটির একটি রেস্টুরেন্টে হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিল কেক কাটা, স্মৃতিচারণ, গ্রুপের অতীত কর্মকাণ্ড ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা, খেলাধূলা, র‍্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব।

গ্রুপের প্রতিষ্ঠাকালীন এডমিন ফোরকান রাসেল জানান, বন্ধুত্বের এই গ্রুপ ২০১৯ সালের ১৬ আগষ্ট প্রতিষ্ঠিত হয়। সেই থেকে শুরু বন্ধুর অসুস্থতায় অর্থ সংগ্রহ করে দেয়া থেকে সামাজিক কাজ শীত বস্ত্র বিতরণ, অটিজম স্কুলে উপহার প্রদান, বিজয় দিবস উদযাপন, স্বাধীনতা দিবস উদযাপন, একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদযাপন ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ, ঈদে এতিমখানা ও গরীব শিশুদের ঈদ উপহার প্রদানসহ নানা সামাজিক কাজ তারা করে বন্ধুদের সহযোগিতায়।

তিনি বলেন, ‘আপনি একজন একা হয়তো কিছু করতে পারবেন না। কিন্তু, এভাবে গ্রুপ হয়ে সবাই মিলে অনেক কিছু করার সুযোগ হতে পারে।’

আরেক এডমিন সাজু বলেন, ‘চট্টগ্রামে ০৭০৯ এর সব বন্ধুকে একত্রিত করে সামাজিক কাজগুলো করতে আমাদের আনন্দ লাগে। চেষ্টা থাকবে, ভবিষ্যতে সবাইকে নিয়ে মানুষের পাশে থাকতে। আর আজ চুতর্থ বর্ষ পূর্তিতে সবাইকে জানাই শুভেচ্ছা।’

গ্রুপের প্রোগ্রামে প্রথম যুক্ত হওয়া শারমিন লিপি বলেন, ‘গ্রুপের বর্ষ পূর্তি অনুষ্ঠানে এসে অনেক বন্ধু পেয়েছি। কিন্তু, মনেই হচ্ছে না আজ প্রথম দেখা অনেকের সাথে। বন্ধুদের নিয়ে সামনে ভাল কাজে থাকতে চাই সব সময়।’

চট্টগ্রাম-০৭০৯ গ্রুপ হল এসএসসি ২০০৯ এবং এইচএসসি ২০০৯ সালে পাশ করা শিক্ষার্থীদের চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলাউদ্দিন আদি। উপস্থিত ছিলেন মাজিদ, তানি, একরাম, শম্পা, জনি, মাহফুজ, সায়েম, শিলা, বাপ্পি, সামির, রাজিব মোর্শেদ, শাহাদাত, শরাফাত, অরুপ, তানভী, মাহিম, সুবর্না, সামির, সিদ্রা প্রমুখ।