রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

শিরোনাম

চট্টগ্রামে ছাত্রলীগের কর্মীকে গুলি করে খুন

সোমবার, অক্টোবর ২১, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির চান্দগাঁও এলাকায় ছাত্রলীকের এক কর্মীকে গুলি করে খুন করা হয়েছে। গুলিতে নিহত যুবকের নাম আফতাব উদ্দীন তাহসীন। তিনি চান্দগাঁও থানা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। তবে, তিনি কোন পদে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে চান্দগাঁও থানার শমশের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানিয়েছে, তাহসীনের সাথে একই এলাকার ছোট সাজ্জাদের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরেই তাহসীনকে গুলি করা হয়েছে বলে ধারণা করছেন কেউ কেউ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি। ব্যাপারটি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।’