বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

চতুর্থ ফৌজদারি মামলা: ট্রাম্পকে যেতে হচ্ছে জেলে

বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩

প্রিন্ট করুন
ডোনাল্ড ট্রাম্প

জর্জিয়া, যুক্তরাষ্ট্র: চতুর্থ ফৌজদারি মামলার সুবাদে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামী কয়েক দিনের মধ্যেই জর্জিয়া অঙ্গরাজ্যের পুলিশি হেফাজতে যেতে হচ্ছে। স্থানীয় ফৌজদারি আদালতে অভিযুক্ত হওয়ার আগে তাকে ফুলটন কাউন্টি কারাগারে নিবন্ধিত হতে হবে। ট্রাম্পকে মাত্র কয়েক ঘণ্টা কারাগারে কাটাতে হতে পারে। তবে, তার সাথে এ মামলায় অভিযুক্ত অন্য আসামিদের বেশির ভাগের ভাগ্য এতটা সুপ্রসন্ন হবে না। খবর বিসির।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুধবার (১৬ আগস্ট) জানিয়েছে, ট্রাম্প ও তার সহ-অভিযুক্ত ১৮ আসামিকে আদালতে হাজির হওয়ার আগে আটলান্টার ওই কারাগারে কাটাতে হতে পারে। অবশ্য পরিস্থিতির পরিবর্তনও ঘটতে পারে। ২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ার ভোটের ফল বদলে দেয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় আগামী ২৫ আগস্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই আদালতে হাজিরা দিতে হবে।

স্থানীয় শেরিফ (পুলিশ কর্মকর্তা) প্যাট লাবাট বলেন, ‘ট্রাম্পের মামলার কাজের সময় কর্মকর্তারা প্রচলিত নীতিমালা অনুসরণ করা হবে।’

তবে, বিচারপ্রক্রিয়া শুরুর অপেক্ষায় যাদের ফুলটন কাউন্টির ওই কুখ্যাত কারাগারে সপ্তাহ, মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত কাটাতে হতে পারে, তাদের চেয়ে ট্রাম্পের অভিজ্ঞতা হবে একেবারেই অন্য রকম। ওই কারাগার বেশ অনিরাপদ বলেই পরিচিত।