শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

চবির সোহরাওয়ার্দী হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রবিবার, জানুয়ারী ৮, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৩ রোববার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ মাহবুবুল হক।

সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট শিপক কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলম।

বেনু কুমার দে চবির সোহরাওয়ার্দী হলের ক্রীড়াবিদসহ উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘খেলাধুলা শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। নিয়মিত খেলাধুলা অনুশীলনে শরীর যেমন ভাল থাকে, তেমনি মন থাকে প্রফুল্ল। শরীর-মন ভাল থাকলে লেখাপড়া ভাল হয়।’

উপ-উপাচার্য সোহরাওয়ার্দী হলের ক্রীড়াবিদদের জয়-পরাজয় মেনে নিয়ে ক্রীড়াসুলভ মনোবৃত্তির পরিচয় দিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের আহবান জানান। তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন।

জাতীয় সংগীতের মাধ্যমে সূচিত উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য জাতীয় পতাকা, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন বিশ্ববিদ্যালয় পতাকা, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতি ক্রীড়াবিদ কবীর হোসেন। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর বশির আহাম্মদ ও ক্রীড়াবিদদের পক্ষে কৃতি ক্রীড়াবিদ দীপন বণিক দীপ্তকে উপ-উপাচার্য শপথ বাক্য পাঠ করান। সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষক টিম ম্যানেজার মো. মোরশেদুল আলম ও দীপন বণিক দীপ্তর নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সোহরাওয়ার্দী হল মসজিদের পেশ ইমাম শাহাদত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইমরুল হাসান, মাহবুব এ রহমান ও খদিজা আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে চবির সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষকবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।