চট্টগ্রাম সিটির সুগন্ধা (ঝুমুর) সিনেমা হল ও সিনেপ্লেক্স সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘মেইড ইন চিটাগাং’। চলচ্চিত্রটি আগামী শুক্রবার (১৮ নভেম্বর) থেকে সুগন্ধা সিনেমা হলে চলবে। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও ক্রিয়েটিভ পরিচালক হিসেবে রয়েছেন রিয়াদ বিন মাহবুব। চলচ্চিত্র ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সাথে। সাক্ষাৎকার নিয়েছেন মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী: ছোট পর্দার পর এবার সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মেইড ইন চিটাগাং’। আপনার অনুভূতি কেমন?
রিয়াদ বিন মাহবুব: এ সিনেমাটি মুক্তি পাচ্ছে, এর অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না। সন্তান ভুমিষ্ঠ হওয়ার মত ব্যাপার এটা।
মোহাম্মদ আলী: চলচ্চিত্রটির বিশেষত্ব কি?
রিয়াদ বিন মাহবুব: গল্পটির বিশেষত্ব বলতে, এটা আসলে একান্তই আমার শহরের গল্প; যেটা আমি বলতে চেয়েছি, আমার শহরের সংস্কৃতি, বন্ধুত্ব কিংবা প্রেম- এসবের আলাদা কিসিম আছে। আমি তার গভীরে যাওয়ার চেষ্টা করেছি। আর এ চেষ্টাটাকে আমি আলাদা বিশেষত্বে ফেলতে পারি।
মোহাম্মদ আলী: বর্তমান আর কি কাজ করছেন?
রিয়াদ বিন মাহবুব: বর্তমানে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জন্য ধারাবাহিক নাটক ‘বাঘবন্দি’ তৈরি করছি।
মোহাম্মদ আলী: ভবিষ্যতে চলচ্চিত্র নিয়ে আপনার কোন পরিকল্পনা আছে?
রিয়াদ বিন মাহবুব: চলচ্চিত্র তৈরি করায় আমার মূল লক্ষ্য। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ফিচার ফিল্মে হাত দিব।