সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (২০ জুন) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসকদের’ সাথে তুলনা করেছেন। সাংবাদিকদের উপস্থিতিতে ডেমোক্র্যাটিক দলের দাতাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এমন মন্তব্য করেন। খবর এএফপির।
ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে তহবিল সংগ্রহ প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের আকাশসীমা দিয়ে উড়ে যাওয়া চীনের একটি বেলুন আমেরিকার সামরিক বিমান ব্যবহার করে ভূপাতিত করার ঘটনায় শি ক্ষুব্ধ হন। ওয়াশিংটন জানায়, বেলুনটি গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা হচ্ছিল।’
বাইডেন বলেন, ‘গুলি করে ভূপাতিত করা বেলুনটিতে গুপ্তচর সরঞ্জাম থাকায় শি জিনপিং খুব বিরক্ত হন। কারণ, তিনি জানতেন না যে, এসব সেখানে ছিল।’
এ বিষয়ে ‘আমি নিশ্চিত যে, এটি ছিল স্বৈরশাসকদের জন্য অনেক বিব্রতকর।
বাইডেনের এমন মন্তব্যে চীনের পক্ষ থেকে জোরালো আপত্তি তোলার সম্ভাবনা রয়েছে।
এ দিকে, পৃথিবীর ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে মাত্র কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী চীনের সফর করেন।