চট্টগ্রম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আইসিটি একাডেমির সাথে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েইর মধ্যে তথ্য প্রযুক্তি বিষয়ক একটি দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে এ চুক্তি সই। চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলমের উপস্থিতিতে চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক শেখ মোহাম্মদ হুমায়ুন কবির চুক্তিতে সই করেন। এতে স্বাক্ষী হিসেবে চুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন এবং হুয়াওয়েইর দক্ষিণ এশিয়া এন্টারপ্রাইজ পার্টনার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ঝাং চেং জাস্টিন সই করেন।
চুয়েটের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণসহ হুয়াওয়েইর দক্ষিণ এশিয়া জনসংযোগ বিভাগের কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার নাজিয়া সামান্থা ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি শিল্পে ব্যবহারিক দক্ষতার মাধ্যমে প্রতিভার বিকাশ এবং হুয়াওয়েই কর্তৃক আটটি টেকনিক্যাল ফিল্ড ও ১৭টি প্রফেশনাল কোর্স করার সুবিধা পাবেন।