সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ছাগলকাণ্ডে মতিউরকে এনবিআরের পদ থেকে অপসারণ

রবিবার, জুন ২৩, ২০২৪

প্রিন্ট করুন
মতিউর রহমান

ঢাকা: ঈদুল আজহার পূর্বে পুত্রের ১৫ লাখ টাকার ছাগল কেনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সভাপতি মতিউর রহমানকে অপসারণ করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত শিগগিরই কার্যকর হবে।’

মতিউর রহমানের পুত্র মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনার ভিডিও ভাইরাল হওয়ার পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে কথিত বিনিয়োগসহ বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েন মতিউর রহমান। এসব অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।