রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

ছাত্রদল নেতা সাইফুল আলমকে গ্রেফতারের প্রতিবাদ চট্টগ্রাম নগর বিএনপির

শনিবার, ডিসেম্বর ৩১, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলমকে তার গোসাইলডাঙ্গাস্থ বাসভবন থেকে বন্দর থানা পুলিশ গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম নগর বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, খালেদা জিয়ার উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এসএম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) বিবৃতিতে তারা বলেন, ‘পুরো দে‌শের মানুষ যখন ঐক‌্যবদ্ধ হ‌য়ে বর্তমান অ‌বৈধ সরকা‌রের পত‌নের আ‌ন্দোল‌নে রাজপ‌থে নে‌মে আস‌ছে, তখনই সরকার গ্রেফতার আতঙ্ক শুরু ক‌রে দি‌য়ে‌ছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে তারা বিএনপির ওপর দমন পীড়ন চালাচ্ছে। চট্টগ্রাম মহানগর ছাত্রদ‌লের আহবায়ক সাইফুল আলম একজন পরিশ্রমী, ত্যাগী ও বলিষ্ট ছাত্রনেতা। ছাত্রদলকে সুসংগঠিত করতে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল। তাই তাকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখতেই অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তার মামলাগুলো সব রাজনৈতিক মামলা। এভাবে একজন নিরাপরাধ ছাত্রদল নেতাকে তার পরিবারের সদস্যদের লাঞ্ছিত করে বাসা থেকে গ্রেফতার করা অত্যন্ত জঘন্য ঘটনা।’

তারা আরো বলেন, ‘দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়েছে। মানুষের ভোট ও গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের মাধ্যমে পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে। নেতা কর্মীদেরকে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে। বর্তমানে সরকারের দুঃশাসনের মাত্রা ভয়াবহ রুপ ধারণ করেছে। চট্টগ্রামের এ মেধাবী ছাত্রনেতাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তারা বলেন, ‘সরকার সংবিধান স্বীকৃত জনগণের অধিকার বাস্তবায়নের পরিবর্তে হুমকি ধমকি ও উস্কানীমূলক যে সব ভাষায় বক্তব্য রাখছেন, তা নিন্দনীয়। তারা দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। দেশের জনগণ আজ স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। জনগণের এ ঐক্যকে কিছুতেই রুখে দেয়া যাবে না। ছাত্রদল নেতাদেরকে গ্রেফতার ও হয়রানি করে নেতৃত্ব শূন্য করার কোন পদক্ষেপই সফল হবে না। জনগণ সম্মিলিতভাবে রাজপথে নেমে তাদের কাঙ্কিত বিজয় ছিনিয়ে আনবে।’

তারা গ্রেফতার ও জুলুম নির্যাতন বন্ধ করে গ্রেফতারকৃত ছাত্রনেতা সাইফুল আলমসহ বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।