শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ছুটির দিন শনিবারেও চালু থাকবে চট্টগ্রাম কাস্টম হাউস

শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে স্থবিরতা দেখা দিয়েছিল চট্টগ্রাম কাস্টম হাউসের শুল্কায়ন-সংক্রান্ত বিভিন্ন কাজে। এ অবস্থায় কাজে ফের গতি ফিরিয়ে আনতে সরকারি ছুটির দিন শনিবারেও (১৭ আগস্ট) চট্টগ্রাম কাস্টম হাউস চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আমদানি ও রপ্তানিকারকদের সুবিধার্থে ছুটির দিন চট্টগ্রাম কাস্টম হাউস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কাস্টমস সূত্র জানায়।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারের পক্ষে ডেপুটি কমিশনার ইমাম গাজ্জালীর সই করা অফিস আদেশে শনিবার (১৭ আগস্ট) অফিস খোলা রেখে দাপ্তরিক কার্যক্রম সচল রাখার নির্দেশনা দেয়া হয়।

তবে সংশ্লিষ্টরা বলছেন, ‘ব্যাংক খোলা না রেখে কাস্টম হাউস খোলা রাখলে বিশেষ কোন সুবিধা পাওয়া যাবে না।’

তাদের মতে, সব ধরনের শুল্ক ব্যাংকে জমা দিতে হয় ও ডকুমেন্টেশনের কাজ হয় কাস্টম হাউসে।

তাই, শনিবার খোলা থাকলে শুধু কাস্টমসের শুল্কায়নের কিছু কাগজপত্রের কাজ এগিয়ে নেয়া যাবে বলেও জানান সংশ্লিষ্টরা।

এ নিয়ে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, ‘শনিবার চট্টগ্রাম কাস্টম হাউস খোলা থাকলেও ব্যাংক খোলা থাকবে কি না জানা যায়নি। ব্যাংক খোলা না থাকলে কাস্টম হাউজ খোলা রাখার বিশেষ কোন সুবিধা মিলবে না।’