সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল মারা গেছেন

সোমবার, মার্চ ৬, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ নৃত্য পরিচালক মাসুম বাবুল মারা গেছেন। সোমবার (৬ মার্চ) সন্ধ্যা আনুমানিক পৌনে ছয়টার দিকে নিজ বাস ভবনে শেষ নিশ্বাস করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাসুম বাবুলের মৃত্যুর খবর গণ মাধ্যমকে নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

জায়েদ বলেন, ‘আমাদের প্রবীণ নৃত্য পরিচালক মাসুম বাবুল মারা গেছেন। ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘ দিন অসুস্থ ছিলেন তিনি।’

জায়েদ খান ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমাদের সবার প্রিয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার মাসুম বাবুল সাহেব আর আমাদের মাঝে বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করেছে।’

মাসুম বাবুল ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘দোলা’, ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কি জাদু করিলা’ ও ২০১৮ সালের ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের জন্য তিন বার শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেন। এ ছাড়া তিনি ১৯৮৯ সালের সুপারহিট চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোসনা’ ও ২০০৬ সালের ‘কোটি টাকার কাবিন’ ও ১৯৯৪ সালের ‘বিক্ষোভ’ চলচ্চিত্রের জন্য বিশেষভাবে পরিচিত। শাবানা থেকে শাবনূর, নানা প্রজন্মের নায়িকাই তার নির্দেশনায় কাজ করেছেন।