বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

শিরোনাম

জাতীয় শ্রমিক পার্টি যুক্তরাষ্ট্র শাখার মে দিবস পালন

বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবস পালন করেছে জাতীয় শ্রমিক পার্টি যুক্তরাষ্ট্র শাখা।

গত শুক্রবার (৩ মে) সন্ধ্যায় নিউইয়র্কের এস্টোরিয়ায় হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টের মিলনায়তনে আলোচনা সভা করেছি শাখাটি।

জাতীয় শ্রমিক পার্টির সভাপতি হারুনের রশিদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মুন্নার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাপার সভাপতি আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা গিয়াস মজুমদার ও মাহাবুব রহমান চৌধুরী, সিনিয়র সভাপতি হারিস উদ্দিন আহমেদ, সভাপতি শফিউল আলম।

সভায় প্রধান বক্তা ছিলেন জাপার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু।

মে দিবস উপলক্ষে তিনি দেশবাসীকে প্রাণঢালা অভিনন্দন জানান। একই সাথে মে দিবস উপলক্ষে বাংলাদেশের শ্রমিক শ্রেণীর পাশাপাশি বিশ্বের খেটে খাওয়া মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান আবু তালেব।

তিনি বলেন, ‘মে দিবস শোষকের রক্তচক্ষু উপেক্ষা করতে শিক্ষা দেয়। স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে শেখায়। নির্যাতন-নিপিড়ন আর বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের অনুপম অনুপ্রেরণা, সাহসের সাথে সত্যের পথে অবিচল থাকতে শেখায়। মে দিবস হচ্ছে ন্যায্য অধিকার আদায় ও নাগরিক বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের আলোকবর্তিকা। যারা শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, মে দিবস তাদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ করতে শেখায়। বর্তমানে দেশে প্রেমিক সমাজ বিভিন্নভাবে অত্যাচারিত, নিপীড়িত ও নিষ্পেষিত।’