বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

জালালাবাদ এসোসিয়েশন আমেরিকার বিজয় দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধা সম্মাননা

বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উদযাপন ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা দিয়েছে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সের আল মদিনা পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আহমদ মোস্তফা বাবুল, মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও মো. দুদু মিয়া মঈন, বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা আজিমুর রহমান বোরহান, এসোসিয়েশনের সাবেক বোর্ড অব ট্রাস্টি মকবুল রহিম চুনই, সাবেক সহ সভাপতি আব্দুল মসব্বির, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএর সাবেক সভাপতি
মোস্তফা কামাল।

অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন এসোসিয়েশনের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হোসেন আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ফয়সাল আলম, আহ্বায়ক মো. জাবেদ উদ্দিন, এসোসিয়শেনের কোষাধ্যক্ষ মো. আলিম, সহ-সভাপতি মো. শফিউদ্দিন তালুকদার, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস টিটু ও গোলাম মর্তুজা, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু,
সাবেক ছাত্রনেতা কেএইছ সুমন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান খান, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট হেলাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট চৌধুরী মুমিত তানিম, মোহাম্মদ ইকবাল হোসেন, রোমান আহমেদ, জিসান আহমেদ, মুশফিকুর রহমান, আবিদ আহমেদ, রুবেল আহমেদ, শাহ আলম, আব্দুল কালাম, হাসান মাহমুদ, কবির আহমদ, নজরুল ইসলাম, মোহাম্মদ আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক মনিয়া, সাংবাদিক মিছবাহ আহমেদ, মো. জাকির উদ্দিন, মো. আব্দুল মতিন, মো. আলী জিন্নাহ, মো. নুরুল হক, কামাল চৌধুরী, কয়েছ আহমেদ, শামিম আহমেদ, হাসান আহমেদ, কবির আহমদ, ছাত্রনেতা জামাল হোসেন, ব্যবসায়ী সারোয়ার হোসেন, আইন উদ্দিন, মো. সামছুল ইসলাম।

সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেণ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আহমদ মোস্তফা বাবুল, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মো. দুদু মিয়া মঈন, মোহাম্মদ ইকবাল, লুৎফর রহমান চৌধুরী, মো. জাওয়াদ আলী।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।