শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

শিরোনাম

জালালাবাদ এসোসিয়েশন আমেরিকার (কামালী-মইনুল) ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা র(শাহীন কামালী-মইনুল ইসলাম) ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় এস্টোরিয়ার জালালাবাদ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরীর পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি এমএ কায়্যূম, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সদস্য আব্দুল হাসিম হাসনু, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, সাবেক কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ, কার্যকরী সদস্য (সিলেট) হেলিম উদ্দিন, ইমাম কাজী কায়্যূম, কবি ও গীতিকার ইসতিয়াক রূপু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এমাদ চৌধুরী, আব্দুল মালেক খান (লায়েক), ফজলুর রহমান, দুরুদ মিয়া রনেল, মামুন আহমেদ, রিয়াজ কামরান, ময়নুজ্জামান চৌধুরী, জামাল হোসাইন, হুমায়ূন চৌধুরী, মুশাহিদ চৌধুরী, জালাল, আলাউদ্দিন, জামাল আহমেদ।

অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সাইফুল আলম সিদ্দিকি।

বক্তারা নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার জন্য নিজস্ব ভবন ‘জালালাবাদ ভবন’ প্রতিষ্ঠা করার জন্য সাধারণ সম্পাদক মইনুল ইসলামের কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে মইনুল ইসলাম বলেন, ‘কর্মব্যস্ততার মধ্যে সকলকে নিয়ে একটি দিন নির্মল আনন্দে কাটবে- এ প্রত্যাশায় আমরা এ আয়োজন করেছি।’

অনুষ্ঠানে গান করেন সঙ্গীত শিল্পী দিনাত জাহান মুন্নী ও সেলিম চৌধুরী।

বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির সদস্য নির্বাচিত হওয়ায় আব্দুল হাসিম হাসনু ও সিলেট জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় ইফজাল আহমেদ চৌধুরীকে অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো হয়।