বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

জিম্মিদের মুক্তি দিতে হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার আগেই ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি চান। এই সময়ের মধ্যে মুক্তি দেয়া না হলে হামাসকে গুরুতর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (২ ডিসেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্ত করে দেয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে ও মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের ‘গুরুতর সমস্যা হবে’।’

গেল বছরের ৭ অক্টোবর ইসরাইল ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এতে নিহত হন এক হাজার ২০৮ জন। এছাড়া, দুই শতাধিক মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস। তাদের মধ্যে কিছু মুক্তি পেলেও এখনো হামাসের কাছে ১০০ জনের মত জিম্মি আছেন।

হামাসের হামলার পর থেকেই গাজা উপত্যকায় নৃশংস হামলা শুরু করে ইসরাইলের বাহিনী। তাদের নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত নারী-শিশুসহ প্রায় সাড়ে ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন।

এ দিকে, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগেই ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি দেখতে চান ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটর ও ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিপাবলিকান দলের রাজনীতিবিদ লিন্ডসে গ্রাহাম সাক্ষাৎকারে বলেন, ‘গাজায় আটক জিম্মিদের মুক্তি এবং সেখানে একটি যুদ্ধবিরতির জন্য ট্রাম্প আগের চেয়ে বেশি দৃঢ়প্রতিজ্ঞ।’

এমনকি তিনি চাইছেন, প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই যেন এ ব্যাপারে সুরাহা হয়।’