রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

জিয়াউর রহমানের আদর্শ বিশ্ব সমাজের কাছে তুলে ধরতে হবে

শনিবার, জানুয়ারী ২৭, ২০২৪

প্রিন্ট করুন

বাফেলো, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্ম বার্ষিকী, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নবম মৃত্যু বার্ষিকী ও কারারুদ্ধ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্র বাফেলো সিটি শাখা।

বুধবাার (২৪ জানুয়ারী) সন্ধ্যায় এসব কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক মতিউর রহমান লিটু। সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট্ বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আসাদুল বারী ওরফে মানিক, স্বাধীনতা উদযাপন কমিটির যুগ্ম সদস্য সচিব মুন্সি সাজেদুর রহমান টেন্টু, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য ইমতিয়াজ বেলাল, আবু জাফর ফরাজী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সদস্য তারিকুল ইসলাম প্রিন্স মৃধা।

ঢাকা মহানগর তাঁতীদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিমের সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ ফকর উদ্দিন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবুল বশার।

অনুষ্ঠানে বক্তারা জিয়াউর রহমানের আদর্শ বিশ্ব সমাজের কাছে তুলে ধরতে হবে বলে মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাফেলো শহরে বসবাসরত বাংলাদেশীদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়ে বিএনপির সবার প্রতি শ্রদ্ধা জানান বাফেলো সিটি হলে কর্মরত মোহাম্মদ এস মোস্তফা। এরপর জিয়াউর রহমানের জীবন ও ইতিহাসের উপর তথ্যভিত্তিক আলোচনা উপস্থানপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সাবেক নেতা সাইয়েদ ঝিলু। ইমতিয়াজ বেলাল তার ডিজিটাল আইনে সাজানো মামলার ভুয়া রায়ে আট বছরের সাজার কথা তুলে ধরেন। এমন মিথ্যা মামলার রায় নিয়ে হাজার হাজার নেতাকর্মী যেই দুর্ভোগ পোহাচ্ছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রায় অর্ধ শতাধিক বিএনপির নেতাকর্মীর উপস্থিতিতে দোয়া ও আলোচনা সভা বিক্ষোভ সমাবেশে পরিণত হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ বিশ্বাস, সিয়াম আহাম্মেদ, মাহমুদুল হাসান, শামসুল হক, কাজী রেজাউল করিম, মোহাম্মদ তোফাজ্জেল হোসেন, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ আনিসুজ্জামান, মোহাম্মদ এ বারী, সালিম উদ্দিন, মোহাম্মদ বাবুল আলম।

যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন প্রচার সম্পাদক নাজমুল আলম আপ্যায়ন পর্বের তত্বাবধান করেছেন।

এ দিকে, বাফেলো বিএনপির নেতৃত্বের প্রতিযোগিতায় থাকা কয়েকজন ভিন্ন মতাদর্শী জিয়াউর রহমানের জন্মদিনের দোয়া মাহফিল ও আলোচনা সভাটিকে পন্ড করতে চাইলে উপস্থিত নেতাকর্মীরা তাদেরকে সভাস্থল থেকে তাড়িয়ে দিয়ে ভবিষ্যতে বাফেলো বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তোলার ওয়াদা করেন।

বলে রাখা ভাল, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরটি এখন বাংলাদেশিদের কাছে জনপ্রিয় একটি শহর। এ শহরে বিএনপির প্রচুর কর্মী-সমর্থকরা বসবাস শুরু করেছেন। তাই, অদূর ভবিষ্যতে বাফেলো বিএনপি একটি শক্তিশালী সংগঠনে পরিণত হবে বলে অনেকেই মনে করেন।