সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

জুলিয়ান অ্যাসাঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়ে ছাড়লেন যুক্তরাজ্য

মঙ্গলবার, জুন ২৫, ২০২৪

প্রিন্ট করুন
জুলিয়ান অ্যাসাঞ্জ

লন্ডন, যুক্তরাষ্ট্র: উইকিলিকস বলেছে, ‘তাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ব্রিটিশ বেলমার্শ কারাগার থেকে মুক্তি পেয়েছেন ও বিমানে যুক্তরাজ্য ত্যাগ করেছেন।’ সেখানে তিনি ২০১৯ সাল থেকে বন্দী ছিলেন। সংবাদ তাসের।

প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় বলেছে, ‘তিনি বেলমার্শ কারাগারে এক হাজার ৯০১ দিন পার করার পর সোমবার (২৪ জুন) সকালে সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত এ কারাগার ত্যাগ করেন। লন্ডনের হাইকোর্ট থেকে তাকে জামিন দেয়া হয় এবং বিকালে স্ট্যানস্টেড বিমানবন্দরে তাকে ছেড়ে দেয়ার পর তিনি একটি বিমানে করে যুক্তরাজ্য ত্যাগ করেন।’

উইকিলিকস একটি আবেদনের বিষয়ে অ্যাসাঞ্জ ও যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের মধ্যে চুক্তিপত্রের বিষয়ে যুক্তরাষ্ট্রের একটি আদালতের দেয়া তথ্যও নিশ্চিত করেছে। একই সময়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, চুক্তিপত্রটি এখনো ‘আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা’ হয়নি।

এর পূর্বে, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ বিষয়ক যুক্তরাষ্ট্রের জেলা আদালত একটি নথি প্রকাশ করেছে; যাতে বলা হয়েছ, ‘চুক্তির অংশ হিসেবে অ্যাসাঞ্জকে আংশিকভাবে দোষী সাব্যস্ত করতে পারেন।’

এনবিসি জানায়, এ চুক্তি অনুযায়ী পাঁচ বছর কারাগারা ভোগের পর অ্যাসাঞ্জকে মুক্তি দেয়া হতে পারে।

আবেদনের প্রেক্ষিতে অ্যাসাঞ্জকে আংশিক দোষী সাব্যস্ত করার এমন শুনানি বুধবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল নয়টায় সাইপানের একটি আদালতে অনুষ্ঠিত হবে।

অ্যাসাঞ্জ ২০১৯ সাল থেকে বেলমার্শ কারাগারে রাখা হয়। লন্ডনে ইকুয়েডর দূতাবাস থেকে সরিয়ে দেয়ার পর তাকে সেখানে রাখা হয়েছিল। পাঁচ বছরেরও বেশি সময় ধরে ওয়াশিংটন অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর জন্য যুক্তরাজ্যের কাছে অনুরোধ জানিয়ে আসছিল। যেখানে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে চাঞ্চল্যকর গোপন তথ্য প্রকাশের অতি গুরুত্ব মামলার সঙ্গে সম্পর্কিত অপরাধের জন্য তাকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র।