বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

শিরোনাম

জ্যাকসন হাইটসে মহাকাব্য ‘শেখ মুজিবের বাংলায়’ এর প্রকাশনা উৎসব

শনিবার, নভেম্বর ১১, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: মহাকাব্য ‘শেখ মুজিবের বাংলায়’ এর ব্যতিক্রমী প্রকাশনা উৎসব গেল ২৭ অক্টোবর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এটি লিখেছেন নিখিল কুমার রায়। আশরাফুল আলম বুলবুল ও শিতাংশু গুহ প্রকাশনা উৎসবের আয়োজন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইরিন পারভীন। তিনি বই নিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন।

‘শেখ মুজিবের বাংলায়’ মোড়ক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধারা। উপস্থাপননা করেন আশরাফুল আলম বুল্বুল। মহাকাব্য নিয়ে আলোচনা করেন ওবায়দুল্লাহ মামুন ও শিতাংশু গুহ।

কবি নিখিল রায় বলেন, ‘রামায়ণ, মহাভারত, বিষাদসিন্ধু, মেঘনাদবধ মহাকাব্য হলেও এর মহানায়করা সবাই অবাঙালি। তিনিই প্রথম বাঙালি, যিনি নিজে একজন বাঙালি আর এক বাঙালি বঙ্গবন্ধুকে নিয়ে মহাকাব্য রচনা করেছেন।

তিনি আরো বলেন, ‘আজকের এ অনুষ্ঠান আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা।’