সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

জ্যাকসন হাইটসে শেখর কৃষ্ণানের পক্ষে আবু জাফরের নেতৃত্বে পোস্টার ক্যাম্পেইন

বুধবার, জুন ১৪, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ২৫ ডিস্ট্রিক্টের কাউন্সিলম্যান শেখর কৃষ্ণাণের পুননির্বাচনকে সামনে রেখে জ্যাকসন হাইটসে উৎসবমুখর পরিবেশে রোববার (১১ জুন) পোস্টার ক্যাম্পেইন হয়েছে। নিউইয়র্কে প্রবাসী কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব আবু জাফর মাহমুদের নেতৃত্বে এক দল সমর্থক এ ক্যাম্পেইনে অংশ নেন। শেখর কৃষ্ণানের দপ্তরের কমিউনিটি অ্যাফেয়ার্স ম্যানেজার সামিনা রহমান, শিল্পকলা একাডেমি ইউএসএ ইনকের সভাপতি মনিকা রায় চৌধুরী ও রাজনীতিবিদ মিলন রহমান ক্যাম্পেইনে অংশ নেন । তারা জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা থেকে শুরু করে বাংলাদেশ স্ট্রিট এলাকার বাণিজ্যিক কেন্দ্রগুলোতে পোস্টার ক্যাম্পেইন করেন। এ সময় তারা স্থানীয় জনগোষ্ঠীর সাথে কথা বলেন ও শেখর কৃষ্ণাণকে পুননির্বাচিত করার আহ্বান জানান।

ক্যাম্পেইনে আবু জাফর মাহমুদ বলেন, ‘শেখর কৃষ্ণাণ আমাদের লোক। তিনি জ্যাকসন হাইটস, এল্মহার্স্ট ও উডসাইডের নির্বাচিত কাউন্সিলম্যান হিসেবে যে যোগ্যতা দেখিয়েছেন, বাংলাদেশিদের প্রতি যে ভালবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আমরা কখনো ভুলে যেতে পারি না। যুক্তরাষ্ট্রের সরকারের সব স্তরে তিনি তার যোগ্যতা প্রমাণ করেছেন। জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটকে বাংলাদেশ স্ট্রিট করে তিনি এক অনন্য সাধারণ নজির সৃষ্টি করেছেন। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বুকে বাংলাদেশ স্ট্রিট থাকবে। এর জন্য কৃতিত্বের দাবিদার তিনি। বাংলাদেশিদের প্রাণের দাবি পূরণের স্বার্থেই শেখর কৃষ্ণাণকে পুননির্বাচিত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘শেখর কৃষ্ণান সব জাতি-গোষ্ঠীর মাঝে তার তৎপরতা ও আন্তরিকতার প্রমাণ রেখেছেন। সবখানে তার প্রশ্নাতীত জনপ্রিয়তা রয়েছে। আমরা বিশ্বাস করি, আসন্ন পুননির্বাচনে তিনি সব জাতি-গোষ্ঠীর নিরংকুশ ভোটে ফের নির্বাচিত হবেন। তার জন্য আমাদের বাংলাদেশিদের এগিয়ে আসতে হবে। এখানের অপরাপর জাতিগোষ্ঠীর সাথে আমাদের সম্পর্কের বন্ধন আরো মজবুত করতে হবে। মূলধারায় আমাদের কৃতিত্ব ও যোগ্যতাকে প্রমাণ করতে হবে।’

বলে রাখা ভাল, নিউইয়র্ক সিটি কাউন্সিলের ২৫ ডিস্ট্রিক্টের কাউন্সিলম্যান শেখর কৃষ্ণাণ ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে পুননির্বাচনে অংশ নিচ্ছেন। আগামী শনিবার (১৭ জুন) অগ্রিম ভোট গ্রহণ শুরু হবে। আর ২৭ জুন পর্যন্ত ভোট দেয়া যাবে।