শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

জ্যাকসন হাইটসে হিউম্যান সাপোর্ট করপোরেশনের বিনামূল্যে ‘ফ্লু-শট’ কর্মসূচি অনুষ্ঠিত

বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মানবাধিকার সংস্থা হিউম্যান সাপোর্ট করপোরেশনের উদ্যোগে বিনামূল্যে টিকাদান কর্মসূচি ফ্লু-শট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গেল ১২ বছর ধরে অভিবাসনের মর্যাদাহীন প্রবাসীদের বিনামূল্যে টিকা দিচ্ছে সংস্থাটি।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বেস্ট হোপ রিয়েলিটিতে শতাধিক প্রবাসীকে ‘ফ্লু’র টিকা দেয়া হয়।

অভিবাসনের মর্যাদা না থাকলে বিনামূল্যে চিকিৎসা-সেবার ‘ইন্স্যুরেন্স কার্ড’ মেলে না। এর ফলে, বহু প্রবাসী উচ্চমূল্যে চিকিৎসা গ্রহণে সক্ষম হচ্ছে না বলেই ‘হিউম্যান সাপোর্ট সেন্টার’র পক্ষ থেকে সেবামূলক এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় সংস্থাটির প্রেসিডেন্ট মোহাম্মদ সোলায়মান আলী বলেন, ‘হিউম্যান সাপোর্ট কর্পোরেশন’ একটি মানবিক সংস্থা। গেল এক যুগ ধরে আমরা বছরের বিভিন্ন সময়ে টিকাদান কর্মসূচির আয়োজন করে আসছি। বিশেষ করে যাদের হেল্থ ইন্স্যুরেন্স নেই, তাদের জন্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে।’

সোলায়মান আলী আরো বলেন,‘ প্রতি বছর গড়ে ৯০ লাখ থেকে চার কোটি মার্কিনী ফ্লুতে আক্রান্ত হয় এবং মৃত্যুর সংখ্যা ৪১ হাজার থেকে ৫০ হাজারের মধ্যে। অর্থাৎ, এটি ভয়ংকর একটিম ঘাতক। এ পরিস্থিতির প্রেক্ষিতে ‘হিউম্যান সাপোর্ট সেন্টার’ জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি অভিবাসনের মর্যাদা না থাকা প্রবাসীদের জন্য বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালন করছে।’

তিনি জানান, বিনামূল্যে টিকাদান কর্মসূচিতে সহায়তা করেছে ‘ওয়ালগ্রিন ফার্মেসি’।

কর্মসূচিতে ওয়ালগ্রিন ফার্মেসির ম্যানেজার কার্তিদা সাহ প্রবাসীদের টিকা দেন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, কম্যুনিটি লিডার অজিৎ ভৌমিক, সিপিএ শামসুদ্দোহা।