শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

শিরোনাম

ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে ১৩ জনের মৃত্যু; আহত ১৫

শনিবার, জুলাই ২২, ২০২৩

প্রিন্ট করুন

সদর, ঝালকাঠি: ঝালকাঠি জেলার সদর উপজেলার ছত্রকান্দা ইউনিয়নে একটি বাস রাস্তার পাশের পুকুরে পড়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক। শনিবার (২২ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ ও দুইজন শিশু রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধশত যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌঁছালে ছত্রকান্দা ইউনিয়ন পরিষদের ভবনের সামনের মোড় ঘুরতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালান। পরে, ফায়ারসার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় ২৫ যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও ১৩ জনের মৃতদেহ পাওয়া যায়।

সদর থানার উপপরিদর্শক শাখাওয়াত হোসেন জানান, শনিবার (২২ জুলাই) সকালে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থেকে বরিশালগামী বাসটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশের পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৩জন নিহত ও ১৫ জন আহত হয়।

আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় দমকল বাহিনী পুকুর থেকে বাসটি তোলার চেষ্টা করছে।