শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

শিরোনাম

টাইমস স্কয়ারে প্রথম বারের মত বাংলা নব বর্ষ পালিত

সোমবার, এপ্রিল ১৭, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: প্রথম বারের মত বাংলা নব বর্ষ উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে।

শুক্রবার (১৪ এপ্রিল) ভোরে বাংলাদেশিরা জড়ো হন টাইমস স্কয়ারে। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের আয়োজনে মঙ্গল শোভাযাত্রার পর শতকণ্ঠে সংগীত পরিবেশনের মাধ্যমে বর্ষ বরণের অনুষ্ঠান শুরু হয়।

টাইমস স্কয়ারে প্রথম বারের মত বাংলা বর্ষবরণ উৎসবে অংশ নেয়ার লক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে সেখানে জড়ো হন প্রবাসীরা। নেচে গেয়ে বাংলা নব বর্ষকে বরণ করে নেন তারা।

মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, রথীন্দ্রনাথ রায় ও লায়লা হাসান। তারা সবাই সত্য ও সুন্দরের আহ্বান জানান।

এরপর নিউইয়র্কে শতাধিক শিল্পী দলীয়ভাবে সঙ্গীত পরিবেশন করেন। শতকণ্ঠে বর্ষ বরণের এ অনুষ্ঠানের নেতৃত্বে দেন মহীতোষ তালুকদার তাপস। টাইমস স্কয়ারে সম্প্রীতির এ বর্ষ বরণকে স্বাগত জানান সবাই।