সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

টিকটকেও একাউন্ট খুললেন ট্রাম্প

রবিবার, জুন ২, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে একাউন্ট খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১ জুন) রিয়েল ডোনাল্ড ট্রাম্প আইডি দিয়ে তিনি চীনা মালিকানাধীন এ প্ল্যাটফর্মটিতে যোগ দিয়েছেন। সংবাদ এএফপির।

২০২০ সালে প্রেসিডেন্ট থাকাকালে টিকটকে নিষেধাজ্ঞা দিতে চেয়েছিলেন ট্রাম্প। তবে, ওই নির্দেশ নাকচ করে দিয়েছিল আদালত। অবশ্য গেল মার্চে ট্রাম্প জানিয়েছেন, প্ল্যাটফর্মটি জাতীয় নিরাপত্তায় ঝুঁকি হলেও এতে নিষেধাজ্ঞা দিলে এর প্রভাব তরুণ ব্যবহারকারীদের একটি অংশের ওপর পড়বে। আর এতে করে শুধু মেটার পরিষেবা ফেসবুক শক্তিশালী হবে।

শনিবার (১ জুন) রাতে ট্রাম্প তার একাউন্টে একটি লঞ্চ ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখানো হয়েছে, তিনি নিউ জার্সির নেওয়ার্কের একটি আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ভক্তদের শুভেচ্ছা জানাচ্ছেন।

চীনভিত্তিক প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্সের মালিকানাধীন হচ্ছে টিকটক। ২০২৫ সালের জানুয়ারির পূর্বে টিকটক বিক্রি না করলে অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে- এপ্রিলে এমন একটি আইনে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, যুক্তরাষ্ট্রের আদালতে এ আইনটি চ্যালেঞ্জ করেছে বাইটড্যান্স।