শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

ট্রাম্প ও ইলন দুইজনই মৃত্যুদণ্ডের যোগ্য

শনিবার, ফেব্রুয়ারী ২২, ২০২৫

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: প্রযুক্তি জায়ান্ট ইলন মাস্কের প্রতিষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই তাদের নতুন চ্যাটবট গ্রোক নিয়ে বিতর্কের মুখে পড়েছে। সম্প্রতি, এক ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে গ্রোক দাবি করেছিল যে, ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক দুইজনই মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য। তবে, বিষয়টি সামনে আসার পর এক্সএআই দ্রুত ব্যবস্থা নিয়ে এই সমস্যা সংশোধন করেছে। এখন থেকে গ্রোক আর এ ধরনের প্রশ্নের উত্তর দেবে না। সংবাদ টাইমস অব ইন্ডিয়ার।

একজন ব্যবহারকারী গ্রোককে প্রশ্ন করে যুক্তরাষ্ট্রে বর্তমান জীবিতদের মধ্যে কেউ যদি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হন, তবে সেই ব্যক্তি কে? জবাবে এআই চ্যাটবট গ্রোক প্রথমে জেফরি এপস্টাইনের নাম বলে। কিন্তু ব্যবহারকারী যখন জানায় যে, এপস্টাইন মারা গেছেন, তখন গ্রোক ট্রাম্পের নাম উল্লেখ করে।

একইভাবে, যখন জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রে এমন একজন ব্যক্তি, যিনি প্রযুক্তি ও জনমত নিয়ন্ত্রণের জন্য মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য, তার নাম কী? তখন গ্রোক ইলন মাস্কের নাম নেয়। অন্যদিকে, জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিকে একই প্রশ্ন করা হলে, এটি উত্তর দিতে অস্বীকৃতি জানায় এবং বলে, এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়া অনৈতিক ও আইনি জটিলতা তৈরি করতে পারে।

বিতর্ক ছড়িয়ে পড়ার পর, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক্সএআই নতুন আপডেট প্রকাশ করে। এখন গ্রোক এ ধরনের প্রশ্নের উত্তরে বলবে, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে আমি এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারি না। এক্সএআইয়ের ইঞ্জিনিয়ারিং প্রধান ইগর বাবুশকিন এই ঘটনাকে দুঃখজনক ও অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন।

সম্প্রতি এক্সএআই তাদের নতুন ফ্ল্যাগশিপ এআই ‘গ্রোক-থ্রি’ উন্মোচন করেছে। এটি ছবি বিশ্লেষণ, জটিল প্রশ্নের উত্তর এবং এক্স সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ফিচার পরিচালনা করতে পারবে। গ্রোক-থ্রি ওপেনএআইয়ের চ্যাটজিপিটী-ফোর ও গুগলের জেমিনির প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করবে। এটি মূলত এক্সএআইয়ের উন্নত প্রযুক্তির প্রতিফলন, যা ২০২৪ সালে প্রকাশের পরিকল্পনা থাকলেও ২০২৫ সালে চালু করা হয়েছে।