বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্র ছাড়ছেন হলিউডের অভিনেত্রীরা!

সোমবার, নভেম্বর ১১, ২০২৪

প্রিন্ট করুন

ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র: সদ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে হারিয়ে দেশটির মসনদে বসছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউস ছাড়তে হয়েছিল ট্রাম্পকে। চার বছর পর ফের বিপুল ভোটে জয়ী হয়ে তিনি ফিরছেন ওয়াশিংটনে ক্ষমতার মসনদে। তবে, এতে যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ খুশি হলেও হলিউডের তারকার একটা বড় অংশ অখুশি। সে তালিকায় আছে বড় বড় সব তারকার নাম। সংবাদ নিউ ইয়র্ক পোস্টের।

হলিউডের অভিনেত্রী শ্যারন স্টোন যুক্তরাষ্ট্র ছেড়ে ইতালি চলে যেতে চাইছেন। চলতি বছরের জুলাইতে ‘বেসিক ইনস্টিংক্ট’-খ্যাত এ অভিনেত্রী জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের মুলুক ছেড়ে ইতালি চলে যাবেন তিনি। সেখানে তার একটি বাড়িও আছে।

ট্রাম্পের নাম না করেই শ্যারন বলেছিলেন, ‘এই প্রথম এমন কাউকে দেখলাম, যিনি এত ঘৃণা ও অত্যাচারের পরিবেশের মধ্য থেকেও প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামতে পেরেছেন।’

অন্য দিকে, ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নার ট্রাম্পকে অপছন্দ করা মানুষের তালিকায় অন্যতম। এর পূর্বেও ট্রাম্পের বিরুদ্ধে তার অবস্থান ছিল স্পষ্ট। এবার নির্বাচনে ট্রাম্প জয়ের পর অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের মুলুক থেকে চলে যাবেন তার জন্মস্থান ব্রিটেনে।

এছাড়াও অভিনেত্রী আমেরিকা ফেরেরা ট্রাম্পের জয়ের পর তার পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে চলে যাওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে। এই তালিকায় আরো রয়েছেন সংগীতশিল্পী চের, র‍্যাভন সাইমন, মিনি ড্রাইভার প্রমুখ।

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের প্রতিই সমর্থন রেখেছিলেন হলিউডের বেশিরভাগ তারকা। বিশেষ করে অভিনেত্রীরা। তবে, কমলাকে হারিয়ে হলিউড তারকাদের মন ভেঙে দেন ট্রাম্প।

সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের সব কটিতেই জয়ী হয়েছেন ট্রাম্প। এখন পর্যন্ত ট্রাম্প সাত কোটি ৪৬ লাখ ভোট বা মোট ভোটের ৫০ দশমিক পাঁচ শতাংশ পেয়েছেন। আর কমলা পেয়েছেন সাত কোটি নয় লাখ ভোট। প্রদত্ত ভোটের ৪৮ শতাংশ পেয়েছেন তিনি।