শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ডেল্টা এয়ারলাইন্সের চলতি বছরের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র-ইসরাইল ফ্লাইট স্থগিত

শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

প্রিন্ট করুন

আটলান্টা, জর্জিয়া, যুক্তরাষ্ট্র: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে চলতি বছরের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সরাসরি ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিমান পরিবহন সংস্থাটি এ ঘোষণা দিয়েছে। সংবাদ এএফপির।

সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইল ও হিজবুল্লাহ্র মধ্যে ইসরাইলের উত্তর সীমান্তে তীব্র যুদ্ধ চলছে। এ কারণে লেবাননের বৈরুত ও ইরানের তেহরানসহ এ অঞ্চলের শহরগুলোতে ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ ফ্লাইট বাতিল বা স্থগিত করায় ইউএস এয়ারলাইনও অন্যান্য এয়ারলাইন্সগুলোর সঙ্গে তাল মিলিয়ে তেল ইসরাইল-যুক্তরাষ্ট্র সরাসরি ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে।

ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, ‘এ অঞ্চলে চলমান সংঘাতের কারণে নিউইয়র্ক-জেএফকে এবং তেল আবিবের মধ্যে ডেল্টা ফ্লাইট ৩১ ডিসেম্বর পর্যন্ত সাময়িক বিরতি দেয়া হবে’।

ক্ষগিগ্রস্ত গ্রাহকরা ২০২৫ সালের ১ মার্চের মধ্যে তাদের ফ্লাইট পুনরায় বুক করতে পারবেন।

ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, স্থগিতাদেশের অর্থ হল ডেল্টা বছরের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সব সরাসরি ফ্লাইট সাময়িক স্থগিত রেখেছে।