মিশিগান: ‘ড্রিমস অব বাংলাদেশ’ নাসা ফাইনালিস্ট দলের সম্মানে গত রোববার (৬ এপ্রিল)
ওয়ারেনের একটি রেস্টুরেন্টে সংবর্ধনা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন সম্পন্ন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)। ‘ড্রিমস অব বাংলাদেশ’ নামের ছাত্র দলটি যারা নাসা হিউম্যান এক্সপ্লুরেশন রোভার চ্যালেঞ্জ- ২০২৫’-এর ফাইনালিস্ট হিসেবে অংশগ্রহণ করছে।
বিশ্বব্যাপী ৭ হাজার ৮০০ টিরও বেশি দলের মধ্য থেকে নির্বাচিত হয়ে এই বাংলাদেশি শিক্ষার্থীদের দলটি ৭২টি ফাইনালিস্ট দলের মধ্যে একটি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। তারা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে নাসার ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য, যা অনুষ্ঠিত হবে ১০-১২ এপ্রিল আলবামার হান্টভিলের ইউএস স্পেস অ্যান্ড রকেট সেন্টারে। নাসা মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারে এ আয়োজন করেছে।
মিশিগান ইভেন্টে দলটি তাদের উদ্ভাবনী প্রোটোটাইপ রোভার প্রদর্শন করে, যা চাঁদ ও মঙ্গলগ্রহের কঠিন ও পাথুরে ভূখণ্ডে চলাচলের জন্য ডিজাইন করা হয়েছে। তাদের দূরদৃষ্টিসম্পন্ন ডিজাইন ও কারিগরি দক্ষতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং বাংলাদেশি তরুণদের অসাধারণ সম্ভাবনার প্রমাণ উপস্থাপন করে।
মিশিগানের স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের সার্টিফিকেট অব রিকগনিশন দেন।
তিনি বলেন, ‘আপনারা শুধু বাংলাদেশ নয়- বিশ্ব মহাকাশ গবেষণার ভবিষ্যৎকেই প্রতিনিধিত্ব করছেন।’
অনুষ্ঠানটি বামের সভাপতি জাবেদ চৌধুরীর সভাপতিত্বে এবং তাহমিদ হাসান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মতিন চৌধুরী, উপদেষ্টা আমিনুর রশিদ চৌধুরী, লুৎফর বারী নিয়ন, আহাদ আহমেদ, সুমন কবির, সহসভাপতি সৈয়দ মতিউর রহমান শিমু, আলী আহমেদ ফারিশ, কোষাধ্যক্ষ জসিম চৌধুরী, কমিউনিটি নেতা প্রিন্সিপাল রেজাউল আমিন, শিক্ষক সৈয়দ আমিনুর রহমান, চট্টগ্রাম এলামনাই এসোসিয়েশন অব মিশিগানের কোষাধ্যক্ষ মোহাম্মদ আফতাব ও বাপ্পী চৌধুরী।
‘ড্রিমস অব বাংলাদেশ’ দলের সদস্যরা হলেন মাহাদির ইসলাম (স্টুডেন্ট টিম লিড), মো. মঈন উদ্দিন (কোচ), আন নাফেউ অর্কপ্রতীক আচার্য্য, হাসিন ইসরাক চৌধুরী তাহা, মারজিয়া আফিফা পৃথিবী, রুবাইয়াত এইচ রহমান, সামিম আহনাফ তাহমিদ, মো. ইয়াসিন আরাফাত, আয়েশা জাহরা সাফা, মো. রিফাত হোসেন, ফাতেমা জাহান সিফা, আবদুল্লাহ আল জুনায়েদ।