মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

ঢাবি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিট চট্টগ্রাম অঞ্চলের ভর্তি পরীক্ষা সম্পন্ন

শনিবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিট চট্টগ্রাম অঞ্চলের ভর্তিপ্রার্থীদের ভর্তি পরীক্ষা শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। চবির উপাচার্য প্রফেসর শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ভর্তি পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। এ সময় ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি কমিটির চবির কো-অর্ডিনেটর চবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিট চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ঢাবি আইবিএর সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহিন মিয়া, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর আলম হিমেল, ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. খালিদ বিন আমির ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম রমিজ, বিভিন্ন অনুষদের ডিন, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

শিরীণ আখতার ঢাবির ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিট চট্টগ্রাম অঞ্চলের ভর্তি প্রার্থীদের ভর্তি পরীক্ষা চবির ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় চবির শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম জেলা প্রশাসন, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, সরকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থা, হাটহাজারী উপজেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ, রেলওয়ে কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উপাচার্য পরবর্তী ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে অংশ নিতে পারে, সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, ঢাবির ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ব্যবসায় শিক্ষা ইউনিট চট্টগ্রাম অঞ্চলের চবি কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার্থীর উপস্থিতির সংখ্যা তিন হাজার ৯৫৫ ও অনুপস্থিতির সংখ্যা ২৯৫ জন।