শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি চীনের

শুক্রবার, মার্চ ৩, ২০২৩

প্রিন্ট করুন
ফ-১৬ যুদ্ধবিমান

ডেস্ক রিপোর্ট: চলমান উত্তেজনার মধ্যেই তাইওয়ানের কাছে ৬১ কোটি ৯০ লাখ ডলারের সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রও রয়েছে। খবর সিএনএনের।

বুধবার (১ মার্চ) বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, নতুন এ অস্ত্র চালানের মধ্য দিয়ে তাইওয়ানের সামরিক সক্ষমতা বৃদ্ধি পাবে। নতুন বছরে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাইপে।

সমরাস্ত্র বিক্রির এ প্যাকেজের মধ্যে রয়েছে ১০০টি এজিএম-৮৮বি হাইস্পিড অ্যান্টিরেডিয়েশন মিসাইল (এইচএআরএম), ২০০টি এআইএম-১২০ সি-৮ অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল (এএমআরএএএম), প্রশিক্ষণের জন্য লঞ্চার ও নকল মিসাইল।

তবে, এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে চীন। দ্রুত তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত বাতিল ও অঞ্চলটির সাথে সামরিক সব চুক্তি স্থগিত করার আহ্বান জানানো হয়েছে। একইসাথে, নিজেদের অখণ্ডতা রক্ষা ও নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

বিবৃতিতে চীন জানিয়েছে, তাইওয়ান প্রণালীতে অস্থিরতা বন্ধ করুন। নতুন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত বাতিল করতে হবে। চীন তার সার্বভোমত্ব রক্ষায় যে কোন পদক্ষেপ নিতে সব সময় প্রস্তুত আছে।

এ দিকে, টানা দ্বিতীয় দিনের মত তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের দাবি করেছে তাইপে। বৃহস্পতিবার (২ মার্চ) ২১টি যুদ্ধবিমান দ্বীপ অঞ্চলটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আকাশসীমায় অনুপ্রবেশ করে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আকাশসীমায় অনুপ্রবেশ করে ২১টি চীনা যুদ্ধবিমান। এর আগে, বুধবার (১ মার্চ) তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে হঠাৎ করেই ঢুকে পড়ে চীনের জে-টেন মডেলের অন্তত ২৫টি অত্যাধুনিক যুদ্ধবিমান। একইসাথে দ্বীপটির চারপাশে মহড়া চালিয়েছে অন্তত তিনটি চীনা যুদ্ধজাহাজ।