সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

তালেবানের সাথে কাতারে প্রথম বারের মত বৈঠক যুক্তরাষ্ট্রের

মঙ্গলবার, আগস্ট ১, ২০২৩

প্রিন্ট করুন

দোহা, কাতার: আফগানিস্তানে সরকার গঠনের পর প্রথম বারের মত তালেবানের সাথে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। কাতারের রাজধানী দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয় গেল ৩০ ও ৩১ জুলাই। খবর আল জাজিরার।

আফগানিস্তানে মানবাধিকার ও নড়বড়ে অর্থনৈতিক অবস্থা নিয়েই মূলত এ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে আফগান প্রতিনিধি দলের সদস্য হিসেবে ছিলেন দেশটির অন্তর্বর্তীকালীন পররাষ্ট্র মন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকিসহ অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। অন্য দিকে, ১৫ সদস্যের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আফগানিস্তানের জন্য ওয়াশিংটনের বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট।

বৈঠকে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। তবে সবচেয়ে বেশি জোর দেয়া হয়, আফগান ব্যাংকের আমানত অবমুক্ত ও আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টিতে। এর পাশাপাশি দুই পক্ষের মধ্যে আস্থা তৈরির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়েও জোর দেয়া হয়।